Home ইডির হাতে শান্তনুর ‘বাগানবাড়ির’ গল্প শোনালেন বাসিন্দারা!ইডির হাতে গ্রেফতার হন বলাগড়ের তৃণমূল যুবনেতা শান্তনু...

শান্তনুর ‘বাগানবাড়ির’ গল্প শোনালেন বাসিন্দারা!ইডির হাতে গ্রেফতার হন বলাগড়ের তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়

স্থানীয় সূত্রের দাবি, বিলাসবহুল বাড়ি, বাগানবাড়ি, ধাবা রয়েছে শান্তনুর। বলাগড়ে গঙ্গার ধারে বিশাল এলাকাজুড়ে এই বাগানবাড়ি। তবে শুক্রবারের ঘটনার পর শনিবার সকাল থেকে বাগানবাড়ির মূলগেট বন্ধ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই বাগানবাড়ির জায়গাও নাকি নিজের প্রভাব খাটিয়ে আয়ত্ত করেছিলেন শান্তনু। রাত বাড়লেই এই বাগানবাড়িতে শুরু হতো নামী দামি গাড়ির আনাগোনা। কে বা কারা আসতেন তা বাইরে থেকে কিছুই বোঝা যেত না। কারণ, সমস্ত গাড়ির কাচ তোলা থাকত।

বাগানবাড়ির দরজা খুলতেই ঢুকে যেত সেইসব গাড়ি।স্থানীয় বাসিন্দাদের দাবি, চাদরা বটতলা এলাকায় এই বাগানবাড়ির ভিতরই গভীর রাত পর্যন্ত চলত নাচ-গানের আসর। আমোদ-প্রমোদে ভাসতেই এখানে আসা অতিথিরা। বাগানবাড়ির চারিদিক পেল্লায় পাঁচিল দিয়ে ঘেরা। চারদিকে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো। ভিতরে যে কী চলত, তা বোঝা মুশকিল। তবে এলাকার উঁচু বাড়িগুলির ছাদে উঠলে দেখা যেত ভিতরে ঘুরে বেড়াচ্ছেন মহিলারা। ধোপধুরস্ত পোশাক পরে ঘুরতেন লোকজন।

তবে গেটের ভিতরে ঢোকার আগে অবধি গাড়ির কালো কাচ তোলাই থাকত।নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির কাছে এই শান্তনু ‘মিডলম্যান’ অর্থাৎ মধ্যস্থতাকারী। একজন মধ্যস্থতাকারীর এমন প্রতিপত্তির বহরে হতবাক সকলে। তবে এলাকার লোকজন বলছেন, শান্তনুর এই কীর্তির কথা মুখে মুখে বহুদিন ধরেই ঘুরছে। তাঁর হাত ধরে চাকরি পাওয়া দু’ একজন ইতিমধ্যে চাকরিও খুইয়েছেন।

শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড, সুপারিশপত্রের পাশাপাশি মোট ৩১২ জন চাকরি প্রার্থীর তালিকা পেয়েছে ইডি। ফলে জল যে আরও অনেকটা দূরই গড়াবে তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।সালটা ২০০৫। মোবাইল ফোনের সিম ও বিভিন্ন প্রসাধনী জিনিস বিক্রি করতেন বলাগড়ের যুবক শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। কমমেটিক্স বিক্রেতা থেকে রকেট-গতিতে উত্থান হয় তাঁর।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments