তীব্র ভাঙ্গনে নদী তীরবর্তী পরিবার গুলি আতঙ্কে থাকলেও ভাঙ্গন রোধের কোনো রকমই কাজে হাত লাগায়নি প্রশাসন। জরুরী পর্যায়ে মানিকচকের নারায়নপুর এলাকায় গঙ্গা নদীর ভাঙ্গন রোধ করতে প্রশাসন কাজ করুক সেই দাবি নদী তীরবর্তী পরিবারগুলোর। ভাঙ্গন শুরু হওয়ার ২৪ ঘন্টা পার করলেও সেচ দপ্তর প্রশাসনিক আধিকারিকরা পরিদর্শন করলেও কাজ না হওয়ার কারণে প্রশাসনিক ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ স্থানীয়দের।
ভাঙনের তীব্রতার জেরে নদীর সংলগ্ন প্রায় ৩০ টি পরিবারের সর্বোচ্চ তলিয়ে যেতে পারে সেই আশঙ্কায় দিন কাটছে। মালদার মানিকচক ব্লকের নারায়নপুর এলাকার ঘটনা । গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙ্গন শুরু হয়। মুহূর্তের মধ্যেই এলাকায় ধ্বস নামতে থাকে। ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এলাকা জুড়ে।
জেলা প্রশাসন ব্লক প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। তৎপরতার সাথে সমগ্র বিষয়ক খতিয়ে দেখে প্রশাসনিক নির্দেশিকা মত আপৎকালীন পরিস্থিতিতে ভাঙ্গন রোধ করতে কাজ শুরুর আশ্বাস্য দেওয়া হয় বলে দাবি স্থানীয়দের।