কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাম ফ্রন্ট ট্রেড ইউনিয়ন ও কংগ্রেসের যৌথ উদ্যোগে ।
দিল্লিতে কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভের আচ এসে পৌঁছেছে এরাজ্যেও । শনিবার বাঁকুড়া জেলার কেরানীবাঁধ মোরে ষাট নম্বর জাতীয় সড়কের ওপর রাস্তা অবরোধ করে এক ঘন্টা বিক্ষোভে সামিল হলেন বামফ্রন্ট ট্রেড ইউনিয়ন ও কংগ্রেস কর্মীরা ।
বাম কংগ্রেসের যৌথ উদ্যোগে বিক্ষোভরত কর্মীরা কাঁধে লাঙল নিয়ে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে তীব্র স্লোগান দিতে থাকেন । কয়েকশো কর্মী বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন । রাস্তা অবরোধের জেরে ব্যাপক যানজট পরিস্থিতি তৈরি হয় এক ঘন্টা পর অবরোধ উঠলে প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয় ।
https://www.facebook.com/230205334351193/videos/676872783190780
বিক্ষোভরত এক শ্রমিক নেতা বলেন , দিল্লিতে তিনটি কৃষি আইনেরর ও বিদ্যুৎ আইনের প্রতিবাদে কৃষকরা যে আন্দোলন করছে তাদের ওপর পুলিশ নির্যাতন করেছে লাঠিচার্জ করেছে তাদের দাবিগুলো মানতে রাজি নয় ।
তবে যতক্ষণ না তিনটি কৃষি আইন বাতিল করা হবে বিদ্যুৎ আইন বাতিল করা হবে ততদিন এই আন্দোলন চলবে বলে তিনি জানান ।