থাকার জায়গার সুবন্দোবস্ত না করায় ক্ষিপ্ত হয়ে সড়কপথ অবরোধ করেন ভোট ডিউটিতে আসা আধাসামরিক বাহিনীর জওয়ানরা। মালদায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধের ফলে দাড়িয়ে যায় প্রচুর যানবাহন।
জানা যায় অন্য জেলায় ভোট শেষ করে দার্জিলিং ফোর্সের এই বাহিনী মালদায় ভোটের ডিউটি করতে আসেন। আসার পর দেখতে পান তাদের থাকার যথাযথ ব্যবস্থা করা হয়নি।
https://www.facebook.com/230205334351193/videos/760366267999577
তারপরেই শুরু হয় জাতীয় সড়ক অবরোধ । অবরোধের জেরে ব্যাপক যানজোট জাতীয় সড়কে। এই দলটিতে প্রায় ৪৫০জন ছিলেন ।