ভগ্ন কাঠের সেতু সারাই এবং পাকা সেতুর দাবি নিয়ে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ঘোলপুকুরিয়া এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বাম সংগঠনের কর্মী সামর্থকেরা । স্থানীয়দের অভিযোগ মোস্তারাম মাইতির ঘাটের কাছে রেয়াপাড়া ঘোলপুকুরিয়া খালের উপর যে কাঠের সেতুটি রয়েছে সেটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে , ফলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা।
এইদিন দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ ও বিক্ষোভ । পরে পুলিশি এর আশ্বাসে অবরোধ ওঠে । এই দিন উপস্থিত ছিলেন বাম সংগঠনের RSP জনাল সম্পাদক অনিমেষ মাইতি, সিপিআইএমের শাখা সম্পাদক শরদিন্দু প্রধান, সহ অন্যান্য বাম সংগঠনের নেতা ও কর্মীরা । আগামী দিনে তাদের এই দাবি যদি মানা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন দলীয় নেতৃত্ব ।