Home আজকের খবর রাস উৎসব

রাস উৎসব

মল্লরাজা বীরহাম্বীর রাসমঞ্চ অভিনব শৈলের স্থাপত্যটি আনুমানিক ইংরাজী ১৬০০ খ্রীষ্টাব্দে এই রাসমঞ্চ স্থাপন করেন ।
পিরামিডাকৃতি সৌধটি বাংলার আর কোথাও দেখতে পাওয়া যাবে না । এই মন্দির সৌধটিতে নির্দিষ্ট কোন দেবতাকে প্রতিষ্টিত করা হয়েছিল বলে জানা যায় নি । তবে এখানে বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরের রাধাকৃষ্ণের মূর্তি আনয়ণ করে যে বিশাল রাসােৎসব পালন করা হত সে বিষয়ে সন্দেহ নেই ।

বর্তমানকালে ও এই বিশালাকার সৌধটি মাথা উঁচু করে বিষ্ণুপুর মল্লরাজাদের গৌরবান্বিত অধ্যায়ের কথা দূরাগত পর্যটকদের কাছে ঘােষণা করছে । বিষ্ণুপুর শহরের মধ্যভাগে মহকুমা শাসকের করণ ও রবীন্দ্র স্ট্যাচুর পাশ দিয়ে পূর্বদিকে যে রাস্তা রামানন্দ কলেজের দিকে সােজা চলে গেছে সেই রাস্তার প্রায় এক কিলােমিটার দূরত্বে গিয়ে বাম দিকে তাকালে বিরাট পাহাড় প্রমাণ সৌধটি দেখতে পাওয়া যাবে খােলা আকাশের নিচে দাড়িয়ে আছে ।

https://www.facebook.com/230205334351193/videos/495270501434363

কথিত আছে কোন এক বৎসর ঐ রাসমঞ্চে রাস উৎসব পালন করার সময় বজ্রপাতে রাসমঞ্চ এর একাংশ ভেঙে যায় । তখন থেকেই এই রাস মন্দিরে রাস উৎসব বন্ধ হয়ে যায় । এরপর রাসমঞ্চ থেকে রাস উৎসব নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর রাজ দরবারে সেখানে কয়েক বছর রাস উৎসব পালন হওয়ার পর আনুমানিক 1850 সালে রানী চূড়ামণি দেবী বিষ্ণুপুরের মাধব গঞ্জে মদন গোপাল মন্দির স্থাপন করেন তারপর থেকে এই মদন গোপাল মন্দিরে রাস উৎসব পালিত হয়ে আসছে ।

বর্তমানে বিষ্ণুপুর এবং তার আশেপাশে থেকে আসা 36 জোড়া রাধা কৃষ্ণের বিগ্রহকে বিশেষ সাজে সাজিয়ে রাধামদন গোপাল জিউয়ের মন্দিরে আনা হয়। পাঁচ দিন ধরে এখানে বিশেষ পুজাপাঠ ও সব কটি বিগ্রহকে আলাদা আলাদাভাবে সন্ধ্যারতি করা হয় ।

রাস উৎসব উপলক্ষ্যে ফি বছর প্রচুর দর্শনার্থীরা ‘গুপ্ত বৃন্দাবন’ বলে খ্যাত বিষ্ণুপুরে হাজির হন । আলোর রোশনাই, পাঁচ দিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আর রাস মেলাকে কেন্দ্র উৎসবে মাতোয়ারা হয়ে থাকতেন এক সময়ের মল্ল রাজাদের প্রাচীণ এই রাজধানী । তবে করুণাময় পরিস্থিতিতে আলোর রশ্মি থাকলেও সেই চেনা ভিড় আর নেই থাকছে না কোন সাংস্কৃতিক অনুষ্ঠানও নম নম করেই সাড়তে হচ্ছে রাস-উৎসব।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments