মেমারি, ২৫ জুলাই : মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় পূর্ব বর্ধমান জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করল সাবিয়া সরকার । তার প্রাপ্ত নম্বর ৮০০ নম্বরের মধ্যে ৭৮৬ । মেমারি হাই মাদ্রাসার ছাত্রী সাবিয়া ।
এদিন সাবিয়াকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে আসেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, খাঁড়ো যুবক সংঘ ক্লাব সভাপতি ডাঃ বিপ্লব চ্যাটার্জী, ডাঃ মিলি চ্যাটার্জী, সেখ সবুরউদ্দিন সহ সকল সদস্যবৃন্দ । অন্যদিকে, বাস ওনার্সের পক্ষ থেকে অনিল চৌধুরী, প্রয়াস এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকেও শুভেচ্ছা জানায় সাবিয়াকে ।
সাবিয়ার ইচ্ছা ভবিষ্যতে ডাক্তার হয়ে তার বিশেষভাবে সক্ষম দিদির চিকিৎসা করা । চাষের কাজ করে বাবা । মা গৃহবধূ । দরিদ্র পরিবারের ছাত্রী সে । আল আমিন মিশনে ভর্তির পরীক্ষাতে প্রথম তালিকাতেই মেমারিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল । কিন্তু অর্থনৈতিক কারনে ভর্তি হতে পারেনি সে ।
পরিবারের তরফে জানান, আর্থিক অভাবের কারনে আলামিন মিশনে না ভর্তি হতে পারা তাঁদের কাছে সারাজীবন অনুশোচনা থেকে গেল । বিজ্ঞান বিভাগে মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির ইউনিট ২ তে ভর্তি হয়ে পড়াশোনা করবে বলে জানিয়েছে সাবিয়া সরকার ।