এসিএন লাইফ নিউজ, ৭ অক্টোবর : জল্পনার অবসান । তৃণমূলে যোগদান সব্যসাচী দত্ত-র । বিধানসভা ভোটের কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন তিনি । বৃহস্পতিবার বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের উপস্থিতিতে ‘ঘর ওয়াপসি’ ঘটালেন সব্যসাচী দত্ত ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক হিসেবে শপথের পরই তাঁর সঙ্গে দেখা করে ‘অনুমতি’ নেন সব্যসাচী দত্ত । বিধানসভায় সাংবাদিক সম্মেলনে তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান পার্থ চট্টোপাধ্যায়-ফিরহাদ হাকিমরা ।
তৃণমূলে যোগদান করে সব্যসাচী দত্ত বলেছেন, ‘দলের সঙ্গে মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, যা থেকে আবেগতাড়িত হয়ে অন্য দলে গিয়েছিলাম । আজ মমতা বন্দ্যোপাধ্যায় ফের আবার আমাকে দলে গ্রহণ করলেন । বাকিরাও সবাই স্বাগত জানালেন । দল যেভাবে বলবে সেভাবেই আগামী দিনে কাজ করব ।’
ছবি সৌ : এএনআই টুইটার