কলকাতা, ১৮ জুলাই : সঙ্কট জনক অবস্থায় চিকিৎসাধীন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে । হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৪৮ ঘণ্টা না কাটলে কিছু জানানো সম্ভব নয় ।
পরিবার সূত্রে খবর, ভেন্টিলেশনে রয়েছেন তৃণমূল বিধায়ক । ফুসফুসে সংক্রমণ রয়েছে । রক্তচাপ ও হার্টবিট অনিয়মিত । বাবার সুস্থতা কামনা করে এদিন মন্দিরে পুজো দেন সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে ।
কাশি ও ফুসফুসের সংক্রমণ নিয়ে শুক্রবার রাতে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয় সাধন পাণ্ডেকে। জানা যায়, শুক্রবার দুপুরের দিকে ক্রেতা সুরক্ষা দফতরের একটি কর্মসূচিতে যান তিনি । সেখান থেকে বাড়ি ফিরে আসার পরেই অসুস্থ বোধ করেন তিনি। এরপরই তাঁকে হাসাপাতেল নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে ভেন্টিলেশনে রাখেন ।
উল্লেখ্য, দীর্ঘদিনের বিধায়ক সাধন পাণ্ডে। ২০২১-এর বিধানসভা ভোটে বিজেপির কল্যাণ চৌবেকে হারিয়ে জিতেছিলেন তিনি।