আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার কলকাতায় পারদ নেমেছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নীচে। ১০ বছর পর এই প্রথম অক্টোবর মাসে এতটা নীচে নামল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। এর আগে ২০১২ সালের ২৮ অক্টোবরে শহরের তাপমাত্রা নেমেছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াসে। ১০ বছর আগের সেই রেকর্ড শনিবার ভেঙে গেল কলকাতায়।
কালীপুজোর পর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার ভোল পাল্টাচ্ছে। সকালে মালুম হচ্ছে শীতের শিরশিরানি ভাব। যদিও বেলা গড়ালে উবে যাচ্ছে সেই হিমেল অনুভূতি। কিন্তু রাতের দিকে আবার টের পাওয়া যাচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব।কালীপুজো কাটলেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের দরজায় কড়া নাড়তে থাকে শীত। যদিও কলকাতায় শীতের জবুথবু ভাব মূলত মালুম হয় ডিসেম্বর ও জানুয়ারিতে।
নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে শীতের হালকা ভাব টের পাওয়া যায়।হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কলকাতা ও সংলগ্ন এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে এখনও শীত আসতে দেরি রয়েছে। এমন শীতল ভাব বজায় থাকবে শহরে। ভোরের দিকে কুয়াশা থাকতে পারে।শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ, ন্যূনতম ৪৬ শতাংশ।