Home আজকের খবর বেশি অঙ্কের টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম স্টেট ব্যাঙ্কের

বেশি অঙ্কের টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম স্টেট ব্যাঙ্কের

এসিএন লাইফ নিউজ, ৩১ অক্টোবর : জালিয়াতি রুখতে এটিএম-এ টাকা তোলার ক্ষেত্রে একটি নিয়ম আনল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া । সম্প্রতি ব্যাঙ্কের তরফে টুইট করে সেকথা জানানো হয়েছে ।

 

 

 

 

 

ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বেশি অঙ্কের টাকা তোলার ক্ষেত্রে ওটিপি বাধ্যতামূলক করা হচ্ছে । এটিএম থেকে টাকা তুলতে গেলে এসবিআই গ্রাহকদের সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন সঙ্গে নিয়ে যেতে হবে । ১০ হাজার বা তার বেশি টাকা তুলতে হলে ফোনে একটি ওটিপি আসবে । সেটি ব্যবহার করার পরেই টাকা তোলা যাবে । যদিও সংস্থার তরফে জানানো হয়েছে, এই নিয়ম আগে থেকেই ছিল । তা কঠোর ভাবে ধার্য করা হল ।

 

 

 

 

 

বিভিন্ন কাদয়ায় গ্রাহকদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে জালিয়াতিরা । এমন ঘটনা হামেশাই ঘটছে । হারিয়ে যাওয়া এটিএম থেকে টাকা তোলার ঘটনাও নতুন নয় । তাই এইসব জালিয়াতির হাত থেকে গ্রাহকদের রক্ষা করতেই এসবিআইয়ের এই নতুন নিয়ম ।

 

 

 

 

তবে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে যদি এসবিআই গ্রাহকরা টাকা তোলেন, তখন এই পদ্ধতি কার্যকর হবে না বলেও জানানো হয়েছে ।

Most Popular

বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত বিমান উড়ল ওয়াশিংটনের আকাশে

অ্যাভিয়েশন এয়ারক্রাফ্ট নামে ইজ়রায়েলের এক বিমান সংস্থার পরিশ্রমের ফসল এই বিমানটি। প্রথম উড়ানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫০০ ফুট উপরে ওঠেছিল এটি। সংস্থার প্রেসিডেন্ট তথা সিইও...

রণবীর-দীপিকার ঘর ভাঙছে?

তাঁদের বিয়ে হয়েছে চার বছর হতে চলল। বলিউডে যে সব সুখী দম্পতি রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম এই জুটি। তবে ইদানীং না কি, তাঁদের সম্পর্কে...

হৃতিক-সইফ বনাম আবীর, দেব, পরম কোন ছবি এগিয়ে, কী বলছেন হল মালিকেরা

প্রতিটি ছবিতেই আছে ইন্ডাস্ট্রির বড় নাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে। তবে কি এই পুজোয় হৃতিক-সইফের সঙ্গে টক্কর...

তরুণীর কাছ থেকে প্রথম বারের খাবারের দাম চাইলেন যুবক দ্বিতীয় বার ডেটে যেতে নারাজ তাই

এলিজা নামক ওই তরুণ পেশায় বিমা সংস্থার কর্মী। এক ডেটিং অ্যাপের মাধ্যমে লুসি নামক ওই তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। বেশ কিছু দিন কথা...

Recent Comments