এসিএন লাইফ নিউজ, ৩১ অক্টোবর : জালিয়াতি রুখতে এটিএম-এ টাকা তোলার ক্ষেত্রে একটি নিয়ম আনল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া । সম্প্রতি ব্যাঙ্কের তরফে টুইট করে সেকথা জানানো হয়েছে ।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বেশি অঙ্কের টাকা তোলার ক্ষেত্রে ওটিপি বাধ্যতামূলক করা হচ্ছে । এটিএম থেকে টাকা তুলতে গেলে এসবিআই গ্রাহকদের সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন সঙ্গে নিয়ে যেতে হবে । ১০ হাজার বা তার বেশি টাকা তুলতে হলে ফোনে একটি ওটিপি আসবে । সেটি ব্যবহার করার পরেই টাকা তোলা যাবে । যদিও সংস্থার তরফে জানানো হয়েছে, এই নিয়ম আগে থেকেই ছিল । তা কঠোর ভাবে ধার্য করা হল ।
বিভিন্ন কাদয়ায় গ্রাহকদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে জালিয়াতিরা । এমন ঘটনা হামেশাই ঘটছে । হারিয়ে যাওয়া এটিএম থেকে টাকা তোলার ঘটনাও নতুন নয় । তাই এইসব জালিয়াতির হাত থেকে গ্রাহকদের রক্ষা করতেই এসবিআইয়ের এই নতুন নিয়ম ।
তবে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে যদি এসবিআই গ্রাহকরা টাকা তোলেন, তখন এই পদ্ধতি কার্যকর হবে না বলেও জানানো হয়েছে ।