গত নভেম্বর মাস থেকে ছাত্র ছাত্রীদের মিড ডে মিলের চাল না পাওয়ার অভিযোগ তুলে প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। বাঁকুড়া-২ নম্বর ব্লকের মগরা হাই স্কুলের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন রাজ্যের সব কটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই অবস্থায় রাজ্য সরকারের নির্দেশে স্কুল বন্ধ থাকাকালিন ছাত্র ছাত্রীদের মিড ডে মিল সরবরাহ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু মগরা হাই স্কুলে সেই সরকারী নির্দেশ অমান্য করে গত নভেম্বর মাস থেকে ঐ চাল, আলু দেয়নি। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দিয়ে সোমবার মিড ডে মিলের চাল, আলু দেওয়ার কথা জানালেও নির্দিষ্ট সময়ে কোন শিক্ষক আসেননি। অভিভাবককরা ফোন করলে অনেক পরে প্রধান শিক্ষক স্কুলে আসেন। কিন্তু তিনি আলু নয়, শুধু চাল দেওয়ার কথা বললে বিক্ষোভে ফেটে পড়েন উপস্থিত অভিভাবকরা। গত নভেম্বর মাস থেকে মিড ডে মিলের খাবার না পাওয়ার অভিযোগ তুলে তারা প্রধান শিক্ষক মুকেশ পাত্রকে আটকে রেখে বিক্ষোভ দেখান।
অভিভাবক তারকনাথ কর্মকার, আলোক নাথ কর্মকার, স্বপন কর্মকাররা প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিল সহ একরাশ অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেছেন।
স্থানীয় এডুকেশান সুপার ভাইজার সোমা দত্ত বলেন, প্রধান শিক্ষক মিড ডে মিলের খাবার বিতরণ হয়ে গেছে বলে আমাদের জানিয়েছেন। এখন অভিভাবকদের অভিযোগ ভিন্ন। বিষয়টি তিনি অবর বিদ্যালয় পরিদর্শককে জানাবেন বলে জানান।
প্রধান শিক্ষক মুকেশ পাত্রের দাবি, মৌখিকভাবে বিষয়টি অবর বিদ্যালয় পরিদর্শককে জানানো আছে। যে চাল বিলি হয়নি তা স্কুলেই মজুত আছে বলে তিনি দাবি করেন।