স্কুলছাত্র খুন করে মুক্তিপণ চেয়ে পিতার কাছে ফোন।
দক্ষিণ 24 পরগনা ,দক্ষিণ বারাসাত , উত্তরপাড়া এলাকায় শুক্রবার বিকালে খেলতে গিয়ে নিখোজ হয়ে গিয়েছিল তুষার চক্রবর্তী (১২) নামের এক ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্র I রাতভর খোঁজাখুঁজি করেও কোন হদিস না মেলায় পুলিশকে জানায় পরিবার I এরমধ্যে আজ শনিবার সকালে নিখোজ ছাত্রের ব্যাবসায়ী বাবার মোবাইলে ৫ লক্ষ টাকা মুক্তিপণ হিসাবে চাওয়া হয় I
বিষয়টি জানতে পেরেই আশেপাশের সমস্ত থানা এলাকায় নাকা চেকিং শুরু করে দেয় পুলিশ Iপরে মোবাইলের টাওয়ার লোকেশন ঘেটে খোঁজ মেলে ওই ছাত্রের প্রতিবেশি কলেজ পড়ুয়া মনিরুল শেখের নাম I
স্কুল ছাত্রকে খুন করে মুক্তিপন চেয়ে পিতার কাছে ফোন ( দক্ষিণ 24 পরগনা )
স্কুল ছাত্রকে খুন করে মুক্তিপন চেয়ে পিতার কাছে ফোন ( দক্ষিণ 24 পরগনা )
Gepostet von ACN Life News am Sonntag, 13. September 2020
তারপর তাকে ধরে থানায় নিয়ে এসে দফায় দফায় জেরা করার পরই নিখোজ ছাত্রটিকে খুন করে ফাঁকা মাঠে লুকিয়ে রাখা ও মুক্তিপণ চাওয়ার কথা স্বীকার করে নেয় I
পুলিশ এই মুহূর্তে ছাত্রটির দেহ উদ্ধার করতে এসেছে ঘটনাস্থলে Iএদিকে ছাত্রটিকে খুন করার খবর জানাজানি হতেই এলাকায় প্রবল উত্তেজনা বেড়েছে I