এসিএন লাইফ নিউজ, ৩০ অক্টোবর : অবশেষে জেল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন শাহরুখ-পুত্র । ২৩ দিন পর জেল থেকে ছাড়া পেলেন তিনি ।
শনিবার বেলা ১১টা নাগাদ ছাড়া পায় আরিয়ান । তাঁকে আনতে কনভয় নিয়ে জেলে পৌঁছান বাবা শাহরুখ খান । এরপর ছেলেকে নিয়ে মন্নতের পথে রওনা দেন তিনি ।
মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ পুত্র । ২৫ দিন পর বম্বে হাইকোর্টে জামিন পান আরিয়ান । তবে জামিন পেলেও বৃহস্পতিবার বাড়ি ফেরা হয়নি আরিয়ানের ।
জামিনের শর্ত অনুযায়ী, প্রতি শুক্রবার তাঁকে NCB-র কাছে হাজিরা দিতে হবে । জমা রাখতে হবে পাসপোর্ট । বিচারপতির নির্দেশ ছাড়া বিদেশে যেতে পারবেন না আরিয়ান ।