এসিএন লাইফ নিউজ, ৪ অক্টোবর : জামিন মঞ্জুর হল না আরিয়ানের । জামিনের অভিযোগ খারিজ করে দিল আদালত । ৭ তারিখ পর্যন্ত এনসিবি হেফাজতের নির্দেশ দিল মুম্বইয়ে এসপ্ল্যানেড কোর্ট ।
মাদককাণ্ডে গ্রেফতার হয় শাহরুখ পুত্র আরিয়ান খান । শনিবার রাতে আটক হয়েছিলেন তিনি ।
এনসিবি-র দফতরে মাদকযোগ নিয়ে ১৬ ঘণ্টা ধরে জেরা করার পর রবিবার বিকেলে আরিয়ান, মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্টকে গ্রেফতার করেন এনসিবি-র আধিকারিকরা ।
ছবি সৌ : ইনস্টাগ্রাম