Home আজকের খবর চপ খাইয়ে শম্পা দরিপার মান ভাঙ্গালেন সায়ন্তিকা

চপ খাইয়ে শম্পা দরিপার মান ভাঙ্গালেন সায়ন্তিকা

‘বিদায়ী’ বিধায়ক শম্পা দরিপার মানভঞ্জনে তাঁর বাড়িতে এলেন বাঁকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী চিত্রাভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী। রবিবাসরীয় সকালে নির্বাচনী প্রচার শুরুর আগেই শম্পা দরিপার শহরের স্কুলডাঙ্গার বাড়িতে পৌঁছে যান তিনি। সেখানে শম্পা দরিপার সঙ্গে বেশ কিছুক্ষণ জমিয়ে আড্ডা দেওয়ার পর সকালের জল খাবার হিসেবে চপ মুড়ি খান সায়ন্তিকা। এমনকি ‘অভিমানী’ শম্পাকে নিজের হাতে চপও খাইয়ে দিলেন তৃণমূলের এই তারকা প্রার্থী। এমন ছবিও ধরা পড়লো উপস্থিত সংবাদমাধ্যমের ক্যামেরায়।

প্রসঙ্গত, গত ২০১৬ র বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসেবে হাত চিহ্ন প্রতীকে শম্পা দরিপা বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে জয়ী হন। কিন্তু তার পরেই শাসক দলের ‘উন্নয়নে’ সামিল হতে ঘাস ফুল শিবিরে যোগ দেন। কিন্তু ২০২১ র বিধানসভা নির্বাচনে ‘দলবদলু’ শম্পা দরিপাকে প্রার্থী না করে ঐ আসনে চিত্রাভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জীকে প্রার্থী করে তৃণমূল। তারপর সুর বদল করেন শম্পা দরিপা। জেলা তৃণমূলের সঙ্গে তাঁর বাক্ যুদ্ধের সাক্ষী থাকে জেলা রাজনৈতিক মহল। যদিও তার কয়েক দিন পরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে দেখা যায় তাকে। পরে এদিন খোদ তৃণমূল প্রার্থী এলেন শম্পা দরিপার বাড়িতে।

শম্পা দরিপাকে জড়িয়ে ধরে সায়ন্তিকা ব্যানার্জী বলেন, past is dead। দিদির সঙ্গে দেখা করে বৃত্ত সম্পূর্ণ হলো। টীমের সবাই একসাথে কাজ করবেন বলে তিনি জানান।

শম্পা দরিপা বলেন, সায়ন্তিকার প্রতি কোন অভিমান ছিলনা। ও একটা মিষ্টি মেয়ে। অভিমান ছিল দলের প্রতি। এরপরেই গ্যাস সহ অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধি বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলে বাংলা তথা বাঁকুড়াকে আমরা বর্গীর হাতে দেবোনা।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments