চুপিতে পরিযায়ী পাখি দেখতে এসে শনিবার বিকেলে ছাড়িগঙ্গায় ভ্রমনের সময় নৌকাডুবিতে নিখোঁজ ২ পর্যটক। যদিও ওই নৌকায় থাকা মাঝি সহ ৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওযা দুই পর্যটক হলেন তন্ময় সিংশর্মা, তন্ময় মাঝি এবং নৌকার মাঝি মদন পারুই।
এরমধ্যে মদন পারুইকে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পূর্বস্থলী গ্রামপঞ্চায়েত ও পুলিশের উদ্যোগে হ্যালোজেন লাইট লাগিয়ে শুরু হয়েছে নদীতে নেমে তল্লাসি। নিখোঁজ ২ জনের নাম সৌরভ ভট্টাচার্য্য ও সৈকত চ্যার্টাজ্জী। পর্যটকরা নদীয়ার কৃষ্ণনগরের বাসিন্দা। জানা গিয়েছে, এদিন বিকালে ৪ পর্যটক এসেছিল পরিয়ায়ী পাখি দেখতে। কাষ্ঠশালী ঘাট থেকে স্থানীয় মাঝি মদন পারুই এর নৌকায় চেপেছিলেন তারা।
এরপরেই নৌকায় উঠে ৪ জনই মদ্যপান শুরু করে, বলে অভিযোগ। পরে ওই নৌকায় দাঁড়িয়ে তারা নাচানাচি শুরু করে। নৌকা কুলতলির ঘাটের কাছে আসতেই সেটি টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে ডুবে যায়। স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই, তারা এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু হয়।