মালদা, সাহাপুর এলাকায় নবনির্মিত শিব মন্দিরের দ্বার উদঘাটন। পুরাতন মালদা সাহাপুর এলাকায় শিব মন্দির মোড়ে অবস্থিত পুরনো একটি শিব মন্দির আছে। যা বহুদিন ধরে ভগ্নপ্রায় দশায় ছিল।
মন্দিরটি ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে। তার ভেতরে প্রতিমা আজ স্থাপন করা হল। এই মর্মে সারাদিন র বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
এই মন্দির এতটাই পুরনো যে এই মন্দিরের নামে এলাকার নামকরণ হয়েছে শিব মন্দির মোড়। আজ এই শিব মন্দিরে শিব লিঙ্গের পাশাপাশি একটি শিব প্রতিমা স্থাপন করা হয়।