১৫ অক্টোবর রানিবাঁধ এর সভাতে তৃণমূলের জেলা যুব সহ-সভাপতি বাঁকুড়া জেলার সভাপতি শ্যামল সাঁতরার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেয় ।
তার পরিপ্রেক্ষিতেই আজ বাঁকুড়া জেলার তৃণমূলের চেয়ারম্যান শুভাশীষ বটব্যাল একটি প্রেস কনফারেন্স ডেকে জেলার যুব সহ-সভাপতি বিদ্যুৎ দাস কে শোকজ করলেন।
গোষ্ঠীকোন্দলের জের : জেলার যুব সহসভাপতি-কে শোকজ ( বাঁকুড়া )
গোষ্ঠীকোন্দলের জের : জেলার যুব সহসভাপতি-কে শোকজ ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Sonntag, 18. Oktober 2020
যদিও এ বিষয়ে বিদ্যুৎ দাসের সঙ্গে আমরা যোগাযোগ করলে বিদ্যুৎ দাস বলেন এখনো শোকজ লেটার তিনি পাননি পেলে উত্তর দেবেন।
এই বিষয়ে বিজেপির জেলা সহ-সভাপতি শ্যামল সরকার তিনি জানান এগুলো তৃণমূলের নাটক বাজি এর আগেও কুনাল ঘোষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনেক কিছু বলেছে তাও তাকে দলের মুখপাত্র করা হয়েছে এগুলো অন্য কিছু নয় এগুলো নাটক।