পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মন্ডল গ্রেফতারের পর রাজ্যজুড়ে রাস্তায় নেমেছে বিজেপি ও বাম দলগুলি। দুদলের তরফেই দাবী উঠেছে তৃনমূলের অন্যান্য দুর্নীতিগ্রস্থ নেতাদেরও গ্রেফতার করতে হবে। পাল্টা রাস্তায় নেমেছে তৃনমূলও। শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবীতে আজ সকালে অভিনব বিক্ষোভের আয়োজন করল শাসক দল ।
বাঁকুড়া জেলার নারায়নপুর এলাকার তৃনমূল কর্মীরা এক ব্যাক্তির মুখে শুভেন্দু অধিকারীর মুখোশ পরিয়ে তার কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয় বাজার। তৃনমূলের বিক্ষোভকারীদের দাবী সারদার ঘটনায় শুভেন্দু অধিকারী কী করেছে তা সকলেই দেখেছে। কিন্তু সিবিআই ও ইডি তাঁকে না গ্রেফতার করে তৃনমূল নেতাদের গ্রেফতার করছে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দলীয় নেতৃত্ব ………
যদিও শাসক দলের এই দিনের কর্ম সুচিকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির ………