আজ সকালে হাওড়ার জগৎবল্লভপুর স্টেশন এবং মুন্সিরহাট বাজার এলাকার কাছে ও মাকড়দহ বাজারে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার ওই এলাকাবাসীর নজরে আসে। ওইসব পোস্টারে শুভেন্দু কে বাংলার মুক্তির সূর্য এবং নব দিশারী ইত্যাদি লেখা আছে।
দুই ক্ষেত্রেই লেখা আছে আমরা দাদার অনুগামী। এই ঘটনায় এলাকার তৃণমূল কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর আগে উলুবেড়িয়ার গঙ্গারামপুরে ও আমতার গাজীপুর এলাকায় একই ধরণের পোস্টার দেখা গিয়েছিল।
অপরদিকে ওই এলাকার শাসক দলের নেতৃত্ব দাবি করেন যে এটা বিজেপির চক্রান্ত। তিনি আরও দাবি করেন কয়েকদিনের মধ্যেই সত্যিটা সামনে চলে আসবে।