Home actress দেখা যায় বোন নুজহতকে, জানেন তাঁর পেশা কী?

দেখা যায় বোন নুজহতকে, জানেন তাঁর পেশা কী?

ইনস্টাগ্রামে বহু পোস্টে দুই বোনকে একসঙ্গে দেখা গিয়েছে। দু’জনের গলায় গলায় ভাব। নুজহত যেমন দিদির ছবি দেন, নুসরতও বোনের সঙ্গে নানা মুহূর্ত ভাগ করে নেন নেটমাধ্যমে।নুসরতের বোন যে বেশ সুন্দরী, এ কথা অনেকেই বলেন। তাঁর সম্পর্কে আগ্রহ প্রকাশ করতেও দেখা গিয়েছে নুসরত-ভক্তদের।

কোথায় থাকেন, কী করেন নুজহত? জেনে নেওয়া যাক।নায়িকা নুসরতের চেয়ে জীবনযাত্রায় তিনিও কিছু কম যান না। নুজহতকেও নুসরতের মতো ‘ফ্যাশনিস্তা’ বলা চলে।নুজহত পেশায় ফ্যাশন ডিজাইনার। কানাডার টরন্টোতে থাকেন। সেখানেই পড়াশোনা করছেন তিনি।বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী নুসরত লেখেন, “ভাগ্য তোমার, তবে আমার শুভেচ্ছা রইল। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক।

তোমার যত বড়ই স্বপ্ন থাকুক, ধীরে ধীরে তুমি তাতে পা রাখো। তোমার জীবনের এই বিশেষ দিনে আমি শুভেচ্ছা জানাই, তোমার জীবন আরও সুন্দর হোক। জীবন আরও চমক এবং আনন্দে ভরে উঠুক। জানবে তোমাকে আমি সব সময়ই ভালবাসি। শুভ জন্মদিন আমার ছোট বোন।”অভিনেতা যশের সঙ্গে প্রেম এবং তাঁর সন্তানের মা হওয়ার পর এখন অন্য জীবনে প্রবেশ করেছেন অভিনেত্রী।

যদিও স্মৃতি ধরা থাকে নেটমাধ্যমে। এ বছর জন্মদিনে নুজহতকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন নিখিল। পাল্টা ধন্যবাদ জানান নুজহতও। পরে অবশ্য বাধ্য হয়ে সেই পোস্ট ডিলিট করেছিলেন নিখিল।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments