Home আজকের খবর শিশু বদলের অভিযোগ ঘিরে তুলকালাম মালদা হাসপাতালে

শিশু বদলের অভিযোগ ঘিরে তুলকালাম মালদা হাসপাতালে

সদ্যোজাত শিশু বদলের অভিযোগে উত্তেজনা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে। ঘটনাস্থলে ছুটে আসেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারি অধ্যাপক ডাক্তার পুণ্যজয় সাহা।

হাসপাতাল সূত্রে জানা যায় মালদা কালিয়াচক থানার জালালপুরের বাসিন্দা রবি চৌধুরীর স্ত্রী চুমকি চৌধুরী শুক্রবার বিকেলে প্রসব যন্ত্রণা নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃভা বিভাগে ভর্তি হন। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তার পুত্র সন্তানের জন্ম দেন। এটি তাদের প্রথম সন্তান বলেও জানান। পরিবারের লোকের অভিযোগ করেন মা ও শিশু সুরক্ষা কার্ড সেখানে লেখা রয়েছে পুত্র সন্তান জন্ম দেওয়ার কথা।

এরপর রাত ন’টা নাগাদ পরিবারের লোক কে জানানো হয় তাদের শিশুকন্যা জন্ম নিয়েছে। এরপর এই বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ ডাক্তার পূর্ণ জয় সাহা। আপাতত ওই শিশুটিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে চিকিৎসার জন্য রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায় কলকাতা থেকে বিশেষ টিম এসে পরীক্ষা করে তারপরে শিশুটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

এই ঘটনার পর আজ সকাল থেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিশুর পরিবারের লোকেরা। তাদের দাবি মালদা মেডিকেল কলেজ হাসপাতাললে নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কিভাবে বাচ্চা বদল হয় তা আমরা বুঝে উঠতে পারছিনা। পাশাপাশি হাসপাতালে দায়িত্বে থাকা নার্স ও ডাক্তারের কিভাবে শিশু বদল হয় বুঝতে পারছি না। আমরা চাই সঠিক তদন্ত করে আমাদের পুত্রসন্তানকে আমাদের হাতে তুলে দেয়া হোক।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments