Home আজকের খবর শিশু শ্রম, সরব শাসকদল

শিশু শ্রম, সরব শাসকদল

শিশু শ্রম আইনকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে জেপি নাড্ডার সফরের জন্যে প্যান্ডেলের গেট তৈরি, পতাকা লাগানো সব কাজের জন্যে ব্যবহার করা হচ্ছে। এই নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানাচ্ছে তৃণমূল। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে হৈচৈ শুরু হয়ে গেছে জেলায়।

আগামীকাল মালদা সফরে আসছেন জেপি নাড্ডা পুরাতন মালদার সাহাপুরে কৃষকদের সঙ্গে বৈঠক শেষে বিশাল র‍্যালি হবে শহর জুড়ে। তার প্রস্তুতি এখন তুঙ্গে। আর সেখানেই খোদ বিজেপির জেলা কার্যালয়ের দফতরেই দেখা গেল স্কুল পড়ুয়াদের দিয়ে কাজ করাতে। বেশিরভাগ কাজিগ্রাম হাইস্কুলের পঞ্চম বা ষষ্ঠ শ্রেণির ছাত্র। প্রত্যেককে ৩০০ টাকা দিন হিসেবে কাজ করানো হচ্ছে।

এমনটাই জানা গিয়েছে। দেখা গেল পড়ুয়ারা কেউ গেট করছে।কেউ ফ্লেক্স লাগাচ্ছে কেউ পতাকা লাগাচ্ছে। ক্যামেরা সামনে আসতেই কিছু বিজেপি নেতৃত্বের অঙ্গুলি হেলনে মুখ বন্ধ করে পালাতে পারলে বাঁচে পড়ুয়ার দল।

এদিকে জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডলের ব্যাখ্যা এটা তৃণমূলেরই কারসাজি। নাড্ডার সফরকে কালি লাগানোর অপচেষ্টা।
অন্যদিকে, তৃণমূল সভানেত্রী মৌসম নূরের বক্তব্য, এই নিয়ে তাঁরা অভিযোগ জানাতে চলেছেন। তাঁর দাবি,তৃণমূল এমন নোংরা কাজ করে না।

Most Popular

মালাইকা কি হতে চলেছে মা?

অভিনেত্রীর ঘনিষ্ঠদের কাছে থেকে পাওয়া খবর, মালাইকা অন্তঃসত্ত্বা। আগামী মাসেই লন্ডন পাড়ি দেবেন অর্জুন-মালাইকা। সেখান থেকেই এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেবেন...

সমকামিতার ‘অপরাধে’ ৭ মাস কারাদণ্ডের নির্দেশ।

জাভা দ্বীপপুঞ্জের এক বাহিনীতে নিযুক্ত ছিলেন দু’জন। তাঁদের ‘অপরাধ’, তাঁরা দু’জনেই সমকামী। যৌনসম্পর্কে লিপ্তও হয়েছিলেন তাঁরা। সেই কারণে ৭ মাস কারাবাসের নির্দেশ দিল ইন্দোনেশিয়ার...

৮ বছরের বালককে গিলে খেল অতিকায় কুমির!

কুমিরের পেটে গেল ৮ বছরের জুলিয়ো ওতেরো ফার্নান্ডেজ। অসহায় হয়ে দাঁড়িয়ে দেখতে হল মা, বাবা, ভাইবোনেদের।ভাইবোনেদের সঙ্গে নদীর হাঁটুজলে নেমে মাছ ধরছিল জুলিয়ো। ভাইবোনেরা...

স্মার্ট মিটার’ বসতে চলেছে রাজ্যে

বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে অরূপ জানান, রাজ্যজুড়ে ৩৭ লক্ষ ‘স্মার্ট মিটার’ বসানোর পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বসানো...

Recent Comments