Home আজকের খবর উত্তরপাড়ায় সবুজ মেরুন রঙে মোহনবাগান বাড়ি

উত্তরপাড়ায় সবুজ মেরুন রঙে মোহনবাগান বাড়ি

বাঙালির সেরা খেলা ফুটবল।তার উপর শুরু হয়ে গেছে আইএসএল।এরই মধ্যে শনিবার উত্তরপাড়া জেকে স্ট্রিটের বাদিন্দা তিলক বসু নতুন করে সবুজ মেরুন রঙে রাঙিয়ে ফেলেছে নিজের বাড়িকে।বাড়ির নাম দিয়েছে মোহনবাগান বাড়ি।

মনেপ্রাণে মোহনবাগান ক্লাবের অন্ধ ভক্ত তিলক বাবু।মোহনবাগান ক্লাবের সাথে দীর্ঘদিনের সম্পর্ক।ভারতের জাতীয় ক্লাব মোহনবাগানের বহু ইতিহাসের সাক্ষীও থেকেছেন তিলক বসু।মোহনবাগানের খেলার টিকিটও বিক্রি হয় তার মোহনবাগান বাড়ি থেকে।কিছুদিনের মধ্যে মোহনবাগানের জেতা আইলিগ ট্রফি আসবে তার বাড়িতে বলে জানান মোহনবাগান প্রাণ তিলক বসু।

মোহনবাগানের প্রত্যেক খেলায় মাঠে বসেই খেলা দেখেন তিলক বসু।কিন্তু এবার করোনা আবহে আইএসএল হচ্ছে গোয়ায় মাঠে যাওয়া হচ্ছেনা।তাই কিছুটা মন ভরাক্রান্ত।

https://www.facebook.com/230205334351193/videos/839360203491491

কিন্তু এবার আইএসএল খেলায় জয় দিয়ে শুরু করেছে এটিকে মোহনবাগান তাই আনন্দের সীমা নেই মোহনবাগান বাড়ির সদস্যদের।তিলক বাবু জানান মোহনবাগানের খেলার দিন এলাকার বাসিন্দাদের জন্য রাস্তায় বসানো হয় বড় টিভি।

মোহনবাগান জিতলে চলে উৎসব আর হারলে বন্ধ হয়ে যায় খাওয়া দাওয়া।তবে উত্তরপাড়ায় মোহনবাগান বাড়ি নিয়ে উচ্ছসিত হুগলি জেলার মোহনবাগান সমর্থকরা।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments