নেটপাড়ায় তীব্র অপমান ও কটাক্ষের মুখ পড়তে হয়েছিল গায়ককে। এমনকি নামী কেক প্রস্তুতকারক সংস্থা মিও আমোরের (Mio Amore) জন্য জিঙ্গেল তৈরী করেছিলেন তিনি, সেটাও বাতিল করে দেওয়া হয়। বিতর্কে না জড়াতে চেয়ে রূপঙ্করের সাথে সম্পর্কিত নন বলে জানিয়ে দেওয়া হয় কোম্পানির তরফ থেকে। এবার ঘটনার আড়াই মাস পর মিও আমোরের নতুন জিঙ্গেল প্রকাশ্যে এল, কেন?
কারণ আগেই বাদ পড়েছিলেন রূপঙ্কর। এবার জানা গেল নতুন জিঙ্গেল গেয়েছেন জনপ্রিয় গায়িকা সোমলতা আচার্য চৌধুরী (Somlata Acharya Chowdhury)। ইতিমধ্যেই মিও আমোরের অফিসিয়াল পেজে নতুন জিঙ্গেল শেয়ার করা হয়েছে।৩১শে মে ২০২২, কোটি কোটি ভক্তদের চোখে জল এনে বিদায় নিয়েছেন বিখ্যাত গায়ক কেকে (KK) । দেখতে দেখতে তাঁর প্রয়াণের পর কেটে গিয়েছে আড়াই মাস। কিন্তু এখনও কেকের মৃত্যুর আগে তৈরী হওয়া এক বিতর্কের প্রভাব ভুগছেন গায়ক রূপঙ্কর বাগচী ।যে রাতে কেকে মারা যান তাঁর ফেসবুক লাইভ এসে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন রূপঙ্কর। এরপর দিনেই কেকে মারা যাওয়ায় ক্ষুদ্ধ নেটিজেনদের তীব্র রোষের মুখে পড়তে হয় তাকে।
গায়িকা সোমলতার গলায় নতুন জিঙ্গেল যে নেটিজেনদের বেশ মনে ধরেছে সেটা বোঝাই যাচ্ছে।
জিঙ্গেল শেয়ার করে লেখা হয়েছে, ‘তোমরা বললে, আমরা শুনলাম। নতুন গান নিয়ে হাজির হলাম।’ এদিকে নতুন জিঙ্গেল পেয়ে খুশি নেটিজনরাও, সাথে প্রশংসাও করেছেন এই কাজের জন্য। সংস্থার তরফ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছিল যে বিজ্ঞাপনীটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। রেডিওতে মূলত শোনা যেত জিঙ্গেলটি তবে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে।