Home খবর সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত পুরুলিয়াবাসী

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত পুরুলিয়াবাসী

সৌমিত্র চট্টোপাধ্যায় এর প্রয়ানে মন খারাপ পুরুলিয়ার। সৌমিত্র কে নিয়ে পুরুলিয়ার একটা সম্পর্ক গড়ে উঠেছিল সেই ৭৯সালে।সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবির শুটিং এর তাঁবু পড়েছিল পুরুলিয়ায়।সেই অর্থে পুরুলিয়ার আউট ডোর লোকেসানে প্রথম কোন ছবির শুটিং হচ্ছে। তখন উপযুক্ত কোন পরিকাঠামোই ছিলনা পুরুলিয়ায়।

পুরুলিয়া শহরের সার্কিট হাউস আর government girl’s হাই স্কুলে ছিলেন কলাকুশলীরা। এই ছবির অন্যতম লোকেশন ছিল জয়চণ্ডী পাহাড়।এই লোকেশন এর আনাচে কানাচে ছড়িয়ে আছে তাঁর স্মৃতি। হীরক রাজার দেশে ছবির শুটিং এর আগে কেউ তেমন করে চিনত না, এই ভূ খন্ড টিকে । পরবর্তী তে এই পুরুলিয়া: জায়গায় গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র।

https://www.facebook.com/230205334351193/videos/413742906659326

প্রতিবছরই অনুষ্ঠিত হয় পর্যটন উৎসব।তাই প্রতিদিনই সৌমিত্রের স্মৃতি চারন হয় এখানে। যাঁরা সেদিন এখানে শুটিং দেখতে এসেছিলেন তাদের কাছে সেই স্মৃতি যেন এখনো টাটকা। সবারই মন খারাপ এই অভিনেতার মৃত্যুতে। সবাই তাদের প্রিয়জন হারানোর বেদনায় শোকাহত। স্বান্তনা একটাই পুরুলিয়ার এই অবহেলিত জনপদে সৌমিত্র চট্টোপাধ্যায় বেঁচে থাকবেন চিরদিন। পুরুলিয়াবাসীর হৃদয়ে তিনি তাই চির জাগরুক হয়ে থাকবেন।

Most Popular

ইসলামাবাদের বাজারে ভয়াবহ আগুন,।

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।দমকলের দশটি গাড়ি কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে...

হাসিমুখে তিন সিংহ এর পিছনে হাঁটছেন তরুণী ভাইরাল ভিডিও।

একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনটি সিংহকে আগে নিয়ে পেছনে হাসিমুখে তরুণী হেটে চলেছে। বেশ ভালই প্রতিক্রিয়া পেয়েছে এই ভিডিওটি।গার্লফ্রমপ্যারাডাইস৯’ নামের একটি...

আলিয়া ভট্ট মাতৃত্ব এর সময়কাল কেমন উপভোগ করছেন তিনি।

মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।’’ এই প্রসঙ্গেই আলিয়ার কাছে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা...

ক্রিকেট খেলতে গিয়ে হৃদ্‌‌রোগে মৃত্যু হলো দশম শ্রেণির ছাত্রের।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।বুধবার কানপুরে বিলহাউর এলাকায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল অনুজ। ব্যাটিং করছিল সে। রান নিতে গিয়ে দৌড়নোর সময় আচমকা পড়ে যায় ওই...

Recent Comments