অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে বহু ব্যবহার্য আলুর দামও ক্রমশ উর্দ্ধমুখী। নাভিঃশ্বাস উঠেছে আমজনতার। সাম্প্রতিক সময়ে বাঁকুড়ার খুচরা বাজারে ত্রিশ, বত্রিশ এমনকি পঁয়ত্রিশ টাকা দরে পর্যন্ত আলু বিক্রি হয়েছে। আলুর দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের আধিকারিকরা পর্যন্ত রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। সরকারীভাবে আলুর দাম নির্দিষ্ট করে দেওয়া হলেও অনেক ক্ষেত্রে তা মানা হচ্ছেনা বলে অভিযোগ।
এই অবস্থায় সাধারণ মানুষের ‘ত্রাতা’র ভূমিকায় আসরে নামলো ‘পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি’। ঐ সংগঠনের বাঁকুড়ার পাত্রসায়রের দুধেপুকুর শাখার সদস্যরা সরকার নির্দ্ধারিত ২৭ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হলো। কাঁকরডাঙ্গা বাজারে আলু ব্যবসায়ী সংগঠনের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ।
সরকার নির্ধারিত দামে আলু বিক্রি ( বাঁকুড়া )
সরকার নির্ধারিত দামে আলু বিক্রি ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Donnerstag, 1. Oktober 2020
পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির দুধেপুকুর শাখার সম্পাদক বাবু পাল বলেন, করোনার কারণে সাধারন মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে l তার উপর খোলা বাজারে আলুর দাম উর্ধমুখী l এই অবস্থায় সাধারন মানুষের নাভিশ্বাস উঠেছে l মুখ্যমন্ত্রী আলুর দাম কমানোর চেষ্টা করছেন l আমরাও সংগঠনের পক্ষ থেকে 27টাকা কেজি দামে আলু বিক্রির উদ্যোগ নিয়েছি l তিনি আরো বলেন আমাদের সংগঠন সবসময় সাধারণ মানুষের পাশে আছে l এলাকার মানুষ যতদিন চাইবে আমরা সরকারি দামে আলু বিক্রি করবো l