আগামী বিধানসভা নির্বাচন কে কেন্দ্র করে সব দলের সাথে পাল্লা দিয়ে ঘুটি সাজাচ্ছে বিজেপি । ভাতার বিধানসভার রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে সচ্ছ ,সুশিক্ষিত , স্বৎ এবং জনপ্রিয় মুখ সৌমেন কার্ফাকে ভাতার বিধানসভার বিজেপির যুব মোর্চার কো – কনভেনর এর দায়িত্ব দিলেন বিজেপি নেতৃত্ব ।
এলাকায় সুদক্ষ সংগঠক ,সু বক্তা ভাতার বিধানসভার প্রত্যেক গ্রামে জনসংযোগ এবং বিভিন্ন সমাজ সেবামূলক কাজে যুক্ত সৌমেন কার্ফা । সম্প্রতি করোনা পরিস্থিতিতে ভিন রাজ্যে আটকে থাকা কয়েক হাজার পরিযায়ী শ্রমিককে সাহায্য এবং গ্রামে গ্রামে প্রান্তিক মানুষকে চাল , ডাল বিলি করে আরো বিশেষ ভাবে এলাকায় জনপ্রিয়তা লাভ করে সৌমেন কার্ফা।
আজ সন্ধ্যা বেলায় বিজেপি বর্ধমান সদর যুব মোর্চার জেলা সভাপতি মাননীয় শ্রী শুভম নিয়োগী এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।সেখানে জেলার বিভিন্ন সাংগঠনিক পদের রদ বদলের পাশাপাশি ভাতার বিধানসভার কো- কনভেনর পদে নিযুক্ত হন সৌমেন কার্ফা।