Home ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন মেয়ে সানা ক্রিকেট খেললে কার মতো হতে বলতেন চলুন...

সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন মেয়ে সানা ক্রিকেট খেললে কার মতো হতে বলতেন চলুন তবে আপনারাও যেনে নিন

বাংলার জোরে বোলারের শেষ ম্যাচের আগে তাঁর ভূয়সী প্রশংসা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।তবে কে সেই ক্রিকেটার?তাঁর মেয়ে যদি ক্রিকেট খেলত, তা হলে তিনি তার মতো হতে বলতেন,তবে কে সে?তিনি আর কেউ নন আমাদের বাংলার গর্ব ঝুলন গোস্বামী।আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ঝুলন গোস্বামী। নিজের মুখে এখনও ঘোষণা না করলেও, লর্ডসে মহিলাদের এক দিনের সিরিজ়ে তৃতীয় ম্যাচই তাঁর ক্রিকেটজীবনের শেষ ম্যাচ হতে চলেছে।

বাংলার জোরে বোলারের শেষ ম্যাচের আগে তাঁর ভূয়সী প্রশংসা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন, তাঁর মেয়ে যদি ক্রিকেট খেলত, তা হলে তিনি ঝুলনের মতো হতে বলতে।বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সৌরভ বলেছেন, “অবিশ্বাস্য কেরিয়ার ঝুলনের। এত বছর ধরে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। যদি আমার মেয়ে ক্রিকেট খেলত, তা হলে ওকে বলতাম ঝুলন গোস্বামীর মতো হতে। সেটা হয়নি। লর্ডসের মতো মাঠে ঝুলনের অবসর নেওয়া নিঃসন্দেহে একটা দারুণ ব্যাপার হতে চলেছে।

বোর্ডের তরফ থেকে পরিকল্পনা রয়েছে ওকে সম্মান জানানোর। ঠিক কী করা হবে, সেটা এখনই বলছি না। সিরিজে ও খুব ভাল খেলেছে।”সৌরভ আরও বলেন, “ঝুলন চাকদহের মেয়ে। ওর সঙ্গে আমার খুবই ভাল সম্পর্ক। বোর্ড সভাপতি হওয়ার পর মহিলাদের ক্রিকেটের উন্নতি নিয়ে অনেক বার ওর সঙ্গে দেখা এবং কথা হয়েছে।” প্রসঙ্গত, ঝুলন নিজের মুখে এখনও জানাননি তিনি অবসর নেবেন। তবে শনিবারের ম্যাচই তাঁর জীবনের শেষ লড়াই হিসাবে ধরে নেওয়া হয়েছে। দ্বিতীয় ম্যাচের পরে ঝুলনকে নিয়ে কথা বলেছেন হরমনপ্রীতও।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments