Home ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন মেয়ে সানা ক্রিকেট খেললে কার মতো হতে বলতেন চলুন...

সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন মেয়ে সানা ক্রিকেট খেললে কার মতো হতে বলতেন চলুন তবে আপনারাও যেনে নিন

বাংলার জোরে বোলারের শেষ ম্যাচের আগে তাঁর ভূয়সী প্রশংসা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।তবে কে সেই ক্রিকেটার?তাঁর মেয়ে যদি ক্রিকেট খেলত, তা হলে তিনি তার মতো হতে বলতেন,তবে কে সে?তিনি আর কেউ নন আমাদের বাংলার গর্ব ঝুলন গোস্বামী।আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ঝুলন গোস্বামী। নিজের মুখে এখনও ঘোষণা না করলেও, লর্ডসে মহিলাদের এক দিনের সিরিজ়ে তৃতীয় ম্যাচই তাঁর ক্রিকেটজীবনের শেষ ম্যাচ হতে চলেছে।

বাংলার জোরে বোলারের শেষ ম্যাচের আগে তাঁর ভূয়সী প্রশংসা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন, তাঁর মেয়ে যদি ক্রিকেট খেলত, তা হলে তিনি ঝুলনের মতো হতে বলতে।বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সৌরভ বলেছেন, “অবিশ্বাস্য কেরিয়ার ঝুলনের। এত বছর ধরে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। যদি আমার মেয়ে ক্রিকেট খেলত, তা হলে ওকে বলতাম ঝুলন গোস্বামীর মতো হতে। সেটা হয়নি। লর্ডসের মতো মাঠে ঝুলনের অবসর নেওয়া নিঃসন্দেহে একটা দারুণ ব্যাপার হতে চলেছে।

বোর্ডের তরফ থেকে পরিকল্পনা রয়েছে ওকে সম্মান জানানোর। ঠিক কী করা হবে, সেটা এখনই বলছি না। সিরিজে ও খুব ভাল খেলেছে।”সৌরভ আরও বলেন, “ঝুলন চাকদহের মেয়ে। ওর সঙ্গে আমার খুবই ভাল সম্পর্ক। বোর্ড সভাপতি হওয়ার পর মহিলাদের ক্রিকেটের উন্নতি নিয়ে অনেক বার ওর সঙ্গে দেখা এবং কথা হয়েছে।” প্রসঙ্গত, ঝুলন নিজের মুখে এখনও জানাননি তিনি অবসর নেবেন। তবে শনিবারের ম্যাচই তাঁর জীবনের শেষ লড়াই হিসাবে ধরে নেওয়া হয়েছে। দ্বিতীয় ম্যাচের পরে ঝুলনকে নিয়ে কথা বলেছেন হরমনপ্রীতও।

Most Popular

বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত বিমান উড়ল ওয়াশিংটনের আকাশে

অ্যাভিয়েশন এয়ারক্রাফ্ট নামে ইজ়রায়েলের এক বিমান সংস্থার পরিশ্রমের ফসল এই বিমানটি। প্রথম উড়ানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫০০ ফুট উপরে ওঠেছিল এটি। সংস্থার প্রেসিডেন্ট তথা সিইও...

রণবীর-দীপিকার ঘর ভাঙছে?

তাঁদের বিয়ে হয়েছে চার বছর হতে চলল। বলিউডে যে সব সুখী দম্পতি রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম এই জুটি। তবে ইদানীং না কি, তাঁদের সম্পর্কে...

হৃতিক-সইফ বনাম আবীর, দেব, পরম কোন ছবি এগিয়ে, কী বলছেন হল মালিকেরা

প্রতিটি ছবিতেই আছে ইন্ডাস্ট্রির বড় নাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে। তবে কি এই পুজোয় হৃতিক-সইফের সঙ্গে টক্কর...

তরুণীর কাছ থেকে প্রথম বারের খাবারের দাম চাইলেন যুবক দ্বিতীয় বার ডেটে যেতে নারাজ তাই

এলিজা নামক ওই তরুণ পেশায় বিমা সংস্থার কর্মী। এক ডেটিং অ্যাপের মাধ্যমে লুসি নামক ওই তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। বেশ কিছু দিন কথা...

Recent Comments