শান্তিপূর্ণ মহরম পালনের লক্ষ্যে বিশেষ বৈঠক ভাতার থানায়।বুধবার পূর্ব বর্ধমানের ভাতার থানার উদ্যোগে ভাতারের বিভিন্ন প্রান্তের মহরম কমিটির সদস্যদের নিয়ে ভাতার থানার একটি সভাকক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। সামনেই মুসলিম সম্প্রদায়ের শোকের উৎসব মহরম।
আর এই উৎসব শান্তিময়ভাবে পালন করার লক্ষ্যে ভাতার ব্লকের বিভিন্ন মহরম কমিটির সদস্য, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, ও জনপ্রতিনিধিদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডিএসপি ক্রাইম শ্বাসতী শ্বেতা সামন্ত, বর্ধমান কোর্ট ইন্সপেক্টর দেবাশীষ ঘোষ, ভাতার থানা ওসি অরুণ কুমার সোম, জয়েন্ট বিডিও তাপস কুমার মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এদিন প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্তির শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালন করার বার্তা দেওয়া হয়।