Home খবর সবুজ বেনারসি ও গা ভর্তি গয়নায় সাজলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শাড়ির দাম শুনলে...

সবুজ বেনারসি ও গা ভর্তি গয়নায় সাজলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শাড়ির দাম শুনলে মাথা ঘুরে যাবে

চট্টোপাধ্যায়কে প্রতিটা সাজেই এত সুন্দর দেখায় যে, তা দেখে প্রেমে পড়ে যান অনুরাগীরা। আর তা হবে না কেন? অভিনেত্রীর সৌন্দর্যের কদর তো করতেই হবে। এই বিষয়টাই বেশ স্বাভাবিক নয় কি। যখন তিনি সুন্দর সাজে প্রকাশ্যে আসেন, তখন অভিনেত্রীর থেকে তাকিয়ে থাকতেই হয়। ঠিক এতটাই সুন্দর দেখতে লাগে তাঁকে।তিনি কখনও বোল্ড ড্রেসে তাক লাগিয়ে দেন।

আবার কখনও সুন্দর শাড়ি পরে নজর কাড়েন আমাদের। এবারও কিন্তু তার অন্যথা হল না। পুজোর মুখে যখন শ্রাবন্তী চট্টোপাধ্যায় একটি সুন্দর বেনারসি শাড়ি(Banarasi Saree) পরে ট্র্যাডিশনাল লুকে ফটোশ্যুট করলেন, তা ছিল দেখার মতো। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতেই ভালোবাসায় ভরিয়ে দিলেন অনুরাগীরা ।আসলে শ্রাবন্তী যতবারই শাড়ি পরে ফটোশ্যুট করেছেন, প্রত্যেকবারই তাঁর লুক ছিল দেখার মতো। শাড়িতে বাজিমাত করেই থাকেন তিনি।

এত সুন্দর করে শাড়ি ড্রেপ করেন, যা তাঁর ফিগারকেও কমপ্লিমেন্ট দেয়। দুর্দান্ত এক একটি লুক উপহার দেন শ্রাবন্তী।এবার যদিও কোনও আধুনিক সাজ নয়, বরং বেনারসির সাজে ধরা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ট্র্যাডিশনাল ভাবেই শাড়ি পরলেন। তিনি যখন প্রকাশ্যে এলেন, তখন তাঁর দিকেই তাকিয়ে রইলেন সবাই। বেনারসি শাড়িতে অভিনেত্রীর সৌন্দর্য ছিল প্রশংসা করার মতোই। এক এক করে তাঁর লুকের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব আমরা।

Most Popular

ইসলামাবাদের বাজারে ভয়াবহ আগুন,।

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।দমকলের দশটি গাড়ি কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে...

হাসিমুখে তিন সিংহ এর পিছনে হাঁটছেন তরুণী ভাইরাল ভিডিও।

একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনটি সিংহকে আগে নিয়ে পেছনে হাসিমুখে তরুণী হেটে চলেছে। বেশ ভালই প্রতিক্রিয়া পেয়েছে এই ভিডিওটি।গার্লফ্রমপ্যারাডাইস৯’ নামের একটি...

আলিয়া ভট্ট মাতৃত্ব এর সময়কাল কেমন উপভোগ করছেন তিনি।

মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।’’ এই প্রসঙ্গেই আলিয়ার কাছে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা...

ক্রিকেট খেলতে গিয়ে হৃদ্‌‌রোগে মৃত্যু হলো দশম শ্রেণির ছাত্রের।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।বুধবার কানপুরে বিলহাউর এলাকায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল অনুজ। ব্যাটিং করছিল সে। রান নিতে গিয়ে দৌড়নোর সময় আচমকা পড়ে যায় ওই...

Recent Comments