Home খবর সবুজ বেনারসি ও গা ভর্তি গয়নায় সাজলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শাড়ির দাম শুনলে...

সবুজ বেনারসি ও গা ভর্তি গয়নায় সাজলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শাড়ির দাম শুনলে মাথা ঘুরে যাবে

চট্টোপাধ্যায়কে প্রতিটা সাজেই এত সুন্দর দেখায় যে, তা দেখে প্রেমে পড়ে যান অনুরাগীরা। আর তা হবে না কেন? অভিনেত্রীর সৌন্দর্যের কদর তো করতেই হবে। এই বিষয়টাই বেশ স্বাভাবিক নয় কি। যখন তিনি সুন্দর সাজে প্রকাশ্যে আসেন, তখন অভিনেত্রীর থেকে তাকিয়ে থাকতেই হয়। ঠিক এতটাই সুন্দর দেখতে লাগে তাঁকে।তিনি কখনও বোল্ড ড্রেসে তাক লাগিয়ে দেন।

আবার কখনও সুন্দর শাড়ি পরে নজর কাড়েন আমাদের। এবারও কিন্তু তার অন্যথা হল না। পুজোর মুখে যখন শ্রাবন্তী চট্টোপাধ্যায় একটি সুন্দর বেনারসি শাড়ি(Banarasi Saree) পরে ট্র্যাডিশনাল লুকে ফটোশ্যুট করলেন, তা ছিল দেখার মতো। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতেই ভালোবাসায় ভরিয়ে দিলেন অনুরাগীরা ।আসলে শ্রাবন্তী যতবারই শাড়ি পরে ফটোশ্যুট করেছেন, প্রত্যেকবারই তাঁর লুক ছিল দেখার মতো। শাড়িতে বাজিমাত করেই থাকেন তিনি।

এত সুন্দর করে শাড়ি ড্রেপ করেন, যা তাঁর ফিগারকেও কমপ্লিমেন্ট দেয়। দুর্দান্ত এক একটি লুক উপহার দেন শ্রাবন্তী।এবার যদিও কোনও আধুনিক সাজ নয়, বরং বেনারসির সাজে ধরা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ট্র্যাডিশনাল ভাবেই শাড়ি পরলেন। তিনি যখন প্রকাশ্যে এলেন, তখন তাঁর দিকেই তাকিয়ে রইলেন সবাই। বেনারসি শাড়িতে অভিনেত্রীর সৌন্দর্য ছিল প্রশংসা করার মতোই। এক এক করে তাঁর লুকের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব আমরা।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments