Home খবর ছটফট করতে করতে মৃত্যু, মঞ্চেই ‘হনুমানের’ হার্ট অ্যাটাক,

ছটফট করতে করতে মৃত্যু, মঞ্চেই ‘হনুমানের’ হার্ট অ্যাটাক,

মঞ্চের সামনে বসে থাকা দর্শকরা তখনও হাততালিতে মগ্ন। তাঁরা ভাবছিলেন, হয়তো এটাও সেই পালার কোনও একটি দৃশ্য। মঞ্চে পড়ে তখন ছটপট করছিলেন অভিনেতা। তার পর ধীরে ধীরে স্থির হয়ে গেলেন।গণেশ চতুর্থী উপলক্ষে হনুমান পালার আয়োজন করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রবি শর্মা।সেই পালা বেশ মজা করে দেখছিলেন কচিকাঁচা থেকে বয়স্করা। সেই পালা চলাকালীনই হঠাৎ মঞ্চের মধ্যেই টলতে টলতে বসে পড়লেন হনুমান।

তার পর শুয়ে পড়লেন।হনুমানের পোশাকের আড়াল থাকা মানুষটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছেন।যে হেতু পালা চলতে চলতেই এই ঘটনা ঘটেছে, ফলে তাঁর সহকর্মী এবং উদ্যোক্তারাও আঁচ করতে পারেননি,এর মধ্যেই মঞ্চের পাশে থাকা এক জনকে হাত দিয়ে ঠেলতে দেখা গেল হনুমানের অভিনয় করা ওই ব্যক্তিকে। একটু নড়লেন তিনি। উঠে বসার চেষ্টাও করলেন। কিন্তু পারলেন না। বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও যখন মঞ্চে উঠে দাঁড়াচ্ছিলেন না, তখন উদ্যোক্তাদের সন্দেহ হয়।

দু’জনকে ওই ব্যক্তির সামনে এসে ওঠানোর চেষ্টা করতেও দেখা যায়। কিন্তু তত ক্ষণে মৃত্যু হয়েছিল হনুমানের অভিনয় করা ওই ব্যক্তির।শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেইনপুরীতে। সেখানকার কোতওয়ালি থানা এলাকায় একটি শিবমন্দিরে হনুমান পালার আয়োজন করা হয়েছিল। সেই পালা চলাকালীনই মৃত্যু হয় হনুমানের অভিনয় করা ব্যক্তির।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments