মালদা, ১৩ জুলাই : মালদার মানিকচকে গঙ্গার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মানিকচক ব্লকের অন্তর্গত গোপালপুর অঞ্চল এলাকা পরিদর্শনের পর এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তিনি । দ্রুত ভাঙন কবলিত এলাকার কাজ শেষ হবে বলে আশ্বস্ত করেন স্থানীয়দের ।
এদিন প্রশাসনিক কর্তাদের সঙ্গে মানিকচক ঘাট থেকে লঞ্চে করে গঙ্গা নদী পথ পরিদর্শন করেন সাবিনা ইয়াসমিন । গোপালপুরের ভাঙ্গন এলাকা পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ও খতিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেন তিনি । মন্ত্রীর সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন মানিকচকের বিডিও জয় আমেদ, মানিকচকের পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল, মানিকচক থানার আইসি অক্ষয় পাল, মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্রের প্রতিনিধি সমদ্বীপ সরকার সহ জেলা সেচ দপ্তরের আধিকারিকরা ।
পরিদর্শনের পর সাবিনা ইয়াসমিন বলেন, “মানিকচকের বিভিন্ন জায়গায় গঙ্গার ভাঙন শুরু হয়েছে । জেলা সেচ দপ্তর নজর রাখছে । গোপালপুর অঞ্চলের ভাঙন থামাতে দ্রুত কাজ শুরু হবে । বালির বস্তা দিয়ে সেচ দপ্তরের তত্ত্বাবধানে জরুরী পর্যায়ে কাজ করা হবে ।” তবে কেন্দ্রীয় সরকার ভাঙন রোধের বিষয়ে উদাসীন, এমনটাই অভিযোগ করেন তিনি ।
গত কয়েকদিন ধরে শুরু হয়েছে গোপালপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ভাঙন । স্থানীয় বাসিন্দারা জানায়, চাষের জমি ইতিমধ্যেই নদীগন রোধ করতে কোনরকম উদ্যোগ নেয়নি প্রশাসন।