আবর্জনায় গ্রাস করেছে মালদহের চাঁচল স্টেডিয়ামের পথ
মালদহের চাঁচলের ফুটবল স্টেডিয়ামের মাঠের প্রবেশ দ্বারে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান, ক্লিনিক ও বাসা বাড়ির ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে সেখানে। এতে মাঠের পরিবেশ বিপন্ন হয়ে পড়ছে। জীববৈচিত্র্যের উপরও এর প্রভাব পড়ছে।
দিনে দিনে ময়লা জমতে জমতে এটি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়ছে মাঠের পরিবেশ। তবে দুর্বিষহ এদূষণ নিয়ে যেন কারও মাথাব্যথা নেই।
স্টেডিয়ামের প্রবেশদ্বার বিপন্ন ( মালদা )
স্টেডিয়ামের প্রবেশদ্বার বিপন্ন ( মালদা )
Gepostet von ACN Life News am Samstag, 22. August 2020
এক ক্রীড়াপ্রেমী রাইহান হোসেন জানান, চাঁচল মহকুমার এটি একটি গর্ব। ২০০৮ সালে রায়গঞ্জের প্রয়াত সাংসদ প্রিয়রঞ্জন দাশমুন্সি চাঁচল স্টেডিয়াম তৈরির উদ্যোগ নিয়েছিলেন। ২০১৭ সালে তৎকালীন উত্তর মালদা সাংসদ মৌসম নূর উদ্ভোদন করেন এই ফুটবল স্টেডিয়ামটি।
এলাকাবাসীর দাবী পূরনে কুর্নিশ জানিয়েছি সকলেই। তবে মাঠের মধ্যে প্রবেশ করতেই যেন তৈরী হয়েছে ভাগাড়। এতে দুর্গন্ধ ছড়াচ্ছে। অনেকেই খেলাধূরার পাশাপাশি সময় অতিবাহিত করার জন্য সবুজ ঘাসের উপর আড্ডা দিতে আসেন।
তবে আবর্জনার দূর্গন্ধে এখন কেউ আসছেনা। মাঠের প্রবেশদ্বারে আবর্জনা মুক্ত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন চাঁচলবাসী।