বধু কুপিয়ে খুনের অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে,
ঘটনাটি ঘটেছে হাওড়া জগৎবল্লভপুরের ইসলামপুর মাজু ক্ষেত্রে,স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি প্রায় লেগে থাকতো বলে অভিযোগ স্থানীয়দের, নিত্যদিনই নেশা করে বাড়ি ফিরতো স্বামী নরোত্তম মণ্ডল, এবং নেশার ঘোরে নিত্য দিনই স্ত্রীকে মারধর করতো বলে অভিযোগ ।
মেয়ের বাড়ি থেকে প্রায়ই চাল ডাল টাকা পয়সা দিয়ে সাহায্য করতো বলে দাবী মৃতের পরিবারের তরফে,
এবং গতকাল রাতে নরোত্তম মণ্ডল মদ খেয়ে এসে তার স্ত্রী সুপ্রিয়া মণ্ডলকে বেধড়ক মারধর করতে থাকে, এমনকি আঁখ কাটা কাস্তে দিয়ে এলোপাথাড়ি কোপতে থাকে তার স্ত্রীকে, ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সুপ্রিয়া মণ্ডল।
ঘটনার খবর পেয়ে ছুটে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ, ঘটনাস্থল থেকে মৃত সুপ্রিয়া মণ্ডল উদ্ধার করে নিয়ে আসে পুলিশ।
আজ সকালে মৃতার পরিবারের লোকজনেরা থানায় এসে হুল্লোড় করতে থাকে, দোষী নরোত্তম মণ্ডলের কঠিন শাস্তির দাবী জানাই তারা।