এসিএন লাইফ নিউজ, ৫ অক্টোবর : দীপাবলির ঝলমলে আলোয় রাজনৈতিক জগতে নেমেছে আঁধার । প্রয়াত হয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। কেওড়াতলা মহা শ্মশানে সুব্রত মুখার্জীর শেষকৃত্য সম্পন্ন হয় । সেখানে শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁকে । দেওয়া হয় গান স্যালুট । সেখানে উপস্থিত ছিলেন অভিযেক বন্দ্যোপাধ্যায় ।
সকাল ১০টা থেকে রবীন্দ্রসদনে ২ টো পর্যন্ত শায়িত ছিল সুব্রত মুখার্জীর মরদেহ । প্রয়াত পঞ্চায়েত মন্ত্রীকে দেখতে উপচে পড়ে ভিড় । সেখানে উপস্থিত ছিলেন তাঁর সকল সহকর্মী ।
২০১০ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায় । ২০১১ সালে বালিগঞ্জ কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন তিনি । সেই থেকে আমৃত্যু বালিগঞ্জের বিধায়ক ছিলেন সুব্রত মুখোপাধ্যায় । ২০১১-তে তৃণমূল ক্ষমতায় আসার পরে জনস্বাস্থ্য ও পঞ্চায়েত দফতরের মন্ত্রী হন সুব্রত মুখোপাধ্যায় ।