Home এটিএম এ এমন জিভে জল আনা এটিএম মেশিন ,তবে এমন এটিএম এ দেশে কেউ...

এমন জিভে জল আনা এটিএম মেশিন ,তবে এমন এটিএম এ দেশে কেউ দেখেননি।

এটিএম মেশিন বললে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে অলিগলি রাস্তার ধারে বিভিন্ন ব্যাঙ্কের নাম লেখা এটিএম আউটলেট। অর্থের প্রয়োজন হলে যেখান থেকে এটিএম কার্ড ব্যবহার করে টাকা তোলা যায়।এর বাইরেও যে এটিএম হতে পারে তা অনেকেরই অজানা। তবে এবার এক জিভে জল আনা এটিএম মেশিন চাক্ষুষ করলেন মানুষজন।এই এটিএম মেশিন থেকে টাকা বার হয়না। তবে বার হয় জিভে জল আনা বিরিয়ানি। এই এটিএম মেশিনের সামনে পৌঁছে স্ক্রিন স্পর্শ করলেই সামনে চলে আসে মেনু।

সেখান থেকে পছন্দসই মেনু অর্ডার করলে তারজন্য প্রদেয় অর্থ দেখাবে। সেটাও স্ক্রিনেই ফুটে উঠবে। এবার সেই দাম কার্ড বা অনলাইনে মিটিয়ে দিলেই হবে।তারপর ওই এটিএম-এর সামনে অপেক্ষা। মাত্র কয়েক মিনিটের। তারপরই মেশিন দিয়ে দেবে বাক্সবন্দি মন ভাল করা বিরিয়ানি। যা নিয়ে এটিএম ছাড়তে পারবেন মানুষজন। পুরো পদ্ধতির মধ্যে গ্রাহক ছাড়া কোনও মানুষের প্রয়োজন নেই।

যা করার মেশিনই করবে।এমন এক অভিনব এটিএম চালু হয়েছে চেন্নাই শহরে। বিভিকে বিরিয়ানি নামে একটি সংস্থা এই অভিনব বিরিয়ানি এটিএম চালু করেছে।ভারতে এমন বিরিয়ানি এটিএম এই প্রথম দেখা গেল। যা কার্যতই তার অভিনবত্বের জন্য সকলের নজর কেড়ে নিয়েছে। এটিএম থেকে টাকা ছাড়া বিরিয়ানিও যে বার হতে পারে তা এই নব-ধারনা দেখিয়ে দিল।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments