মুম্বাই, ১৬ জুলাই : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি । ৭৫ বছরের এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন । ২০২০ সালে ব্রেন স্ট্রোক হয় তাঁর । এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি ।
১৯৪৫ সালে উত্তরপ্রদেশে জন্ম হয় সুরেখা সিক্রির। আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে করে ভর্তি হন ন্যাশনাল স্কুল অব ড্রামায়। ১৯৮৯ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পান সুরেখা । বাবা ছিলেন বায়ুসেনা অফিসার । মা ছিলেন শিক্ষিকা । হেমন্ত রেগের সঙ্গে বিয়ে হয় সুরেখার ।
তাঁর অভিনীত সিনেমাগুলো হল ‘কিসসা কুর্সি কা’,‘তামস’,‘সমীর ল্যাংড়ে পে মত রো’, ‘সর্দারি বেগম’, ‘মাম্মো’, ‘বাধাই হো’। ‘মাম্মো’,‘তামস’ আর ‘বাধাই হো’-র জন্য তিনবার সেরা-সহ অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন সুরেখা সিক্রি। টেলি-ধারাবাহিক বালিকা বধূতেও তাঁর অভিনয় বিপুল জনপ্রিয়তা পায়।
সুরেখার প্রয়াণে শোক প্রকাশ করেছেন সিনে অনুরাগী ও তারকারা।