দোকানের ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান ভাতারে। মৃত যুবকের নাম শেখ মকবুল ইসলাম ( ২৯)। বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারের বেলেণ্ডা গ্রামে।মকবুল কাপড়ের দোকান আছে ভাতার বাজারে।
শেখ মকবুল প্রতিদিনের মতো গতকাল ভাতার বাজারে নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠান গিয়েছিল। রাতে বাড়ি ফিরে নি। শুক্রবার সকালে দোকানের কর্মচারী দোকান খুলতেই চোখ কপালে উঠে যায় । দোকানকর্মী দেখে দোকান মালিক শেখ মকবুল ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছে।
তার চিৎকার শুনে স্থানীয় দোকানদাররা ছুটে গিয়ে দোকান মালিক মকবুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি ভাতার থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। পুলিশ তদন্ত শুরু করেছে ।
https://www.facebook.com/230205334351193/videos/2540781512891701
মৃতের বাবা নুরুল ইসলাম সেখ জানান, বছর ছয়েক আগে আমার ছেলের বিবাহ হয়। তাদের একটি চার বছরের পুত্র সন্তান রয়েছে। বাড়িতে কোন অশান্তি ছিল না। কিন্তু গত তিন মাস ধরে একটি মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের জড়িয়ে পড়ে মকবুল।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা বাজারে।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠায়।