ঘরে তালা মেরে স্বামী কে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ইংরেজবাজার থানার বুধিয়া বরকল এলাকায়। আক্রান্ত স্বামী, স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে শুক্রবার সকালে ইংলিশ বাজার থানা পুলিশের দ্বারস্থ হয়।
জানা গেছে আক্রান্ত স্বামীর নাম MD নাসিম। গত ১১ বছর আগে রতুয়া থানার মহারাজপুরের বাসিন্দা ওই গৃহবধূ রিনা বিবি সাথে বিয়ে হয়। বর্তমানে তাদের দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে।
আক্রান্ত স্বামী এমডি নাসিমের অভিযোগ, প্রতিবেশী এক বাসিন্দার সাথে তার স্ত্রীর বিবাদ হয়। এই ঘটনার প্রতিবাদ না করায় তাকে ঘরবন্দী করে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় মারধর করা হয় তার পাশাপাশি তার টাকা পয়সার ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।
এরপরই স্ত্রীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ইংরেজবাজার থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।