নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে সুনীল বরণ পৈতণ্ডি নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছ’মাসের কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা আদালত।
২০০২ সালে অনিতা ও সুনীল বরণ পৈতণ্ডির বিয়ে হয়। বিয়ের পর থেকে অতিরিক্ত পণের দাবীতে তার স্ত্রীর উপর সুনীল বরণ পৈতণ্ডি শারিরীক ও মানসিক নির্যাতন করতো বলে অভিযোগ। একই সঙ্গে কর্মসূত্রে বিষ্ণুপুরের হাজরা পাড়ায় তারা থাকাকালীন স্বামী সুনীল বরণ পৈতণ্ডি ২০১০ সালের ১৬ জুন দুপুর দু’টোর সময় স্ত্রী অনিতা পৈতণ্ডির গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ।
https://www.facebook.com/230205334351193/videos/3579805382066354
পরে চিকিৎসাধীন অবস্থায় অনিতা পৈতণ্ডি গত ২৫ জুন মারা যান । মৃত্যুকালে তার বয়স ছিল 29 বছর । মৃত্যুর সময় তার ছয় বছর ও 4 বছরের দুটি বাচ্চা ছিল । এই ঘটনার জেরে মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত সুনীল বরণ পৈতণ্ডিকে গ্রেফতার করে।
এদিন এডিশেনাল ডিস্ট্রিক্ট এণ্ড সেশান জাজ আতাউর রহমানের এজলাসে এই বিচারপর্ব শেষ হয়। বিচারক আতাউর রহমান দোষী সুনীল বরণ পৈতণ্ডিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছ’মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।