গোপীনাথ মদনমোহনের ৫১৪ বছরের দোল উৎসব কে কেন্দ্র করে, পূর্বস্থলী ১ ব্লকের দোগাছিয়ার হাটতলা এলাকায় চলছে মিষ্টির মেলা। একটি মিষ্টির দাম হাজার টাকা! আর যা দেখতেই দূরদূরান্ত থেকে হাজির হচ্ছেন বিভিন্ন ক্রেতারা। একটি মিষ্টি তৈরি করতে লাগে আড়াই কেজির উপর ছানা। এবং সেই সঙ্গে লাগে সাড়ে তিন ঘন্টা সময়, আর সুদক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় তৈরি হয় অত বড় মিষ্টি।
শুধু এই জেলার না বিভিন্ন জেলায় এমনকি বিদেশ থেকেও এই মিষ্টি কিনতে এই মেলায় লোকরা হাজির হন। দোল পূর্ণিমা থেকে আগামী পাঁচ দিন ধরে চলবে এই মেলা। স্থানীয় গ্রামবাসীরা তারা জানাচ্ছেন এই গ্রামের অনেক যুবক বিদেশে থাকেন দোল পূর্ণিমা উপলক্ষে সকলেই বিদেশ থেকে বাড়িতেও ফিরে আসেন, আর এই মিষ্টির চাহিদা এতটাই তৈরি হবার কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায় সবই মিষ্টি।
তবে শুধু হাজার টাকার মিষ্টি নয় ১০ থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত মিষ্টি রয়েছে এই মেলায়। আর যা দেখতে এবং কিনতে উপচে পড়া ভিড় মেলা প্রাঙ্গনে।