মুর্শিদাবাদের ডোমকল থানার দ্বিতল ভবন এবং সিআই অফিসের নব-নির্মানের শিলান্যাস করলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার।
বুধবার সন্ধেই একই সাথে ডোমকল পৌরসভা ও থানার যৌথ উদ্যোগে থানার পাশেই একটি ভবনে ডোমকল থানার কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন ও করা হয়।
সংস্কার ও আধুনিকিকরণের পর দ্বারোদঘাটন করা হয় ডোমকলের আইসি’র চেম্বারের। রাজ্য পুলিশের নিজস্ব তহবিলের বরাদ্দ থেকে এই উন্নয়ন মূলক প্রকল্পের কাজগুলি করা হবে জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার জানান, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডোমকল মহাকুমা পুলিশ আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী, ডোমকল থানার আধিকারিক শৈলেন্দ্রনাথ বিশ্বাস , ডোমকাল সি আই, জলঙ্গি, রানীনগর, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, ডোমকল পৌরসভার পৌর পিতা জাফিকুল ইসলাম প্রমুখ ।