মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে আহত তিন।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলী থানার জালাবেরিয়া এলাকায়। আহতরা হলেন বেলুন বিক্রেতা কালিপদ কয়াল , ছেলে দেবপ্রসাদ কয়াল, ও মেলায় বেলুন কিনতে আসা দিলীপ মন্ডল নামে এক ব্যক্তি। আহত সকলেরই বাড়ি কুলতলী থানার জালাবেরিয়া এলাকাতে।
https://www.facebook.com/230205334351193/videos/383193336066677
স্থানীয় ভাবে কালীপুজো উপলক্ষে জালাবেরিয়া এলাকায় কয়েক দিন ধরে মেলা চলছিল। সেখানেই বেলুন বিক্রি করছিল কালিপদ কয়াল। বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎই সিলিন্ডার ফেটে যায়। আর ফাটা সিলিন্ডারে আহত হন ওই তিনজন।
অবস্থা আশঙ্কাজনক থাকায় দিলীপ মন্ডল কে প্রথম জামতলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।