Home অফবিট জেনে নিন হার্ট অ্যাটাকের একাধিক লক্ষণ

জেনে নিন হার্ট অ্যাটাকের একাধিক লক্ষণ

এএসিএন লাইফ নিউজ ডেক্স, ২৬ জুলাই : কখনও কখনও বুকে কোনও ধরণের ব্যথা ছাড়াই হার্ট অ্যাটাক হতে পারে । ফলে হার্ট অ্যাটাক হলেও মাঝের মধ্যে বোঝা যায় না । তবে মূলত উচ্চ রক্তচাপের সমস্যা, উচ্চ কোলেস্টোরলের সমস্যা, অতিরিক্ত মেদ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান, মানসিক চাপ—এগুলি হার্ট অ্যাটাকের কারণ । হৃদপিণ্ডের কোনও শিরায় রক্ত জমাট বেঁধে হৃদপিণ্ডে রক্ত প্রবাহে বাঁধার সৃষ্টি করলে হার্ট অ্যাটাক হয় । তাই হার্ট অ্যাটাকের লক্ষণগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক…

 

 

 

 

 

১) হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাকের প্রায় ১ মাস আগে থেকেই দুর্বলতা এবং ঘন ঘন শ্বাসপ্রশ্বাসের সমস্যা শুরু হয়ে যায় । কোনও কারণ ছাড়াই শরীর দুর্বল হয়ে পড়ে । খুব সহজেই হাঁপিয়ে গিয়ে শ্বাস নিতে সমস্যা শুরু হলে সতর্ক থাকুন ।

 

 

 

 

 

 

২) হঠাৎ করে অতিরিক্ত ঘামের সমস্যা শুরু হলে তা অবহেলা না করাই ভালো । কারণ, এটিও হার্ট অ্যাটাকের একটি লক্ষণ । তাই তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন ।

 

 

 

 

 

 

৩) গবেষণায় দেখা গিয়েছে, হার্ট অ্যাটাকের আগে বদহজমের সমস্যা সমস্যা দেখা দেয় । এছাড়াও বুক জ্বালা যা আমরা অনেকে স্বাভাবিক বদহজমের সমস্যা ভেবে অবহেলা করি, তা-ও হতে পারে হার্ট অ্যাটাকের ইঙ্গিত । এর পাশাপাশি আচমকা কোনও কারণ ছাড়াই মাথা ঘোরানো, বমি বমি ভাব হলে বিষয়গুলি অবহেলা করবেন না ।

 

 

 

 

 

 

 

৪) অনেক সময় হার্ট অ্যাটাকের বুকে অস্বস্তিকর অনুভূতি এবং বুকে চাপ ধরা ভারি ভাব অনুভব করার বিষয়টিতে নজর দিতে হবে । এই সময় শ্বাস নিতেও সমস্যা হতে পারে । এইরকম অসুবিধা চোখে পড়লে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত ।

 

 

 

 

 

 

৫) বুকে ব্যথা ছাড়াও শরীরের অন্যান্য বিশেষ কিছু অঙ্গে ব্যথা অনুভব হওয়াও হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ । পেটের উপরের অংশ, কাঁধ, পিঠ, গলা, দাঁত ও চোয়াল এবং বাম বাহুতে ব্যথা হওয়াও হার্ট অ্যাটাকের লক্ষণ । তাই এই বিষয়গুলিকে মোটেই অবহেলা করবেন না ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments