বুধবার ফেসবুকে এই প্রচার অভিযান শুরু করেন রত্নাবলী। স্যুইমস্যুট পরা নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘কাঁচকলা।বিকিনি যে এমন বিদ্রোহের আগুন জ্বেলে দেবে কে জানত! জেভিয়ার্স কাণ্ডের (St. Xavier’s University) পর সোশ্যাল মিডিয়ায় বিকিনি (bikini) ক্রমশ সংক্রামক হয়ে উঠছে।
জল, টু পিস, ক্ষোভের আগুন ক্রমশ দাউদাউ হচ্ছে। উদ্দেশ্য একটাই- গোঁড়ামিতে আঘাত হানা। গত দু’দিন ধরে ‘টেক দ্যাট জেভিয়ার্স’ (#takethatxaviers) হ্যাশট্যাগে রীতিমত উত্তাল সোশ্যাল মিডিয়া (facebook)। কে নেই সেই তালিকায়! মানসিক স্বাস্থ্য কর্মী রত্নাবলী রায় (Ratnaboli Ray), মনোবিদ পয়োষ্ণি মিত্র (Payoshni Mitra), প্রেসিডেন্সির প্রাক্তনী তথা একদা এসএফআই নেত্রী অনিশা পাল (Anisha Pal), অভিনেতা বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty) প্রমুখরা।
ব্যক্তি শিক্ষকের পোশাক ছাত্রছাত্রীদের কাছে বিড়ম্বনার বিষয় হয় না, এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় জানি। যে কর্তৃপক্ষ এই কথা বোঝেন না, তাঁদের শিক্ষার পরিধি বাড়ানো দরকার।রত্নাবলীর এই আহ্বানের পরেই এগিয়ে আসেন নেটিজেনরা।
নিজেদের বিকিনি কিংবা স্যুইমস্যুট পরা ছবি পোস্ট করে এই প্রতিবাদে সামিল হন অনেকেই।আমরা সোশ্যাল মিডিয়াতেও নিজেদের ছবি পোস্ট করতে ভালোবাসি! শীঘ্রই আরও ছবি পোস্ট করব।’ একইসঙ্গে তিনি রত্নাবলী রায়কে ধন্যবাদও জানান, যিনি এই প্রচার শুরু করেছিলেন।