তামাকমুক্ত মালদা গড়তে সচেতনতামূলক প্রচারে নামলো মালদা জেলা প্রশাসন ।
জেলার প্রত্যেকটি ব্লকের সাথে মানিকচক ব্লককে সোমবার ব্লক প্রশাসন , স্বাস্থ্য দপ্তর ও থানার উদ্যোগে তামাক বিরোধী একটি সচেতনতা মূলক মিছিল করা হয়।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মানিকচক ব্লক বিডিও জয় আমেদ ,বিএমওএইচ হেম নারায়ন ঝা, ওসি গৌতম চৌধুরী সহ পুলিশ অফিসার সিভিক ভলেন্টিয়ার ও স্বাস্থ্য দফতরের কর্মীরা। এদিন বেলা ১১ টায় মানিকচক থানার থেকে মিছিলটি শুরু হয়ে হাসপাতাল ও ব্লক অফিস মানিকচক বাজার পরিক্রমা করে মানিকচক থানায় সমাপ্ত হয় ।
এদিন মিছিলের মাধ্যমে লাগাতার মাইকিং প্রচার করা হয় প্রশাসনের পক্ষ থেকে সার্বজনীন স্থানে ধূমপান নিষেধ, ১৮ বছরের কম বয়সীদের তামাক জাতীয় দ্রব্য বেচা-কেনা করা নিষেধ , শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০০ গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রি নিষিদ্ধ সহ প্রভৃতি আইনবিরুদ্ধ কাজ না করার পরামর্শ দেওয়া হয় । প্রশাসনের পক্ষ থেকে আরো জানাও হয় এই সমস্ত নিয়ম না মানলে প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহন করা হবে এবং আগামীকাল থেকে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ব্লক প্রশাসনের কর্তারা ।
https://www.facebook.com/230205334351193/videos/2811537702399528
এই বিষয়ে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ হেম নারায়ন ঝা বলেন , সমাজকে নেশামুক্ত গড়তে মানিকচক ব্লকের ৩ টি দপ্তর এর উদ্যোগে যৌথভাবে একটি সচেতনতামূলক মিছিল করা হয়। আজ এই মিছিলের মাধ্যমে মানুষকে সচেতন করা হয় । তামাক জাতীয় দ্রব্য থেকে মানুষ যাতে দূরে থাকে, ধূমপান যাতে প্রকাশ্যে না করে ।
মাদক জাতীয় দ্রব বেচাকেনা ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে । এই সমস্ত বিষয়ে মানুষকে সচেতন করা হয় । এরপরেও কেউ যদি প্রশাসনের আইন না মানে তাহলে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ব্লক স্বাস্থ্য আধিকারিক।