Home আজকের খবর তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ল সেনার এমআই-17 কপ্টার

তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ল সেনার এমআই-17 কপ্টার

এসিএন লাইফ নিউজ, ৮ ডিসেম্বর : তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার । হেলিকপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ।

 

 

 

 

 

 

তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে সেনার হেলিকপ্টার । বেলা ১২.৪০ নাগাদ বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ে সেনার কপ্টার । হেলিকপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের পরিবারের সদস্যরাও । মোট ১৪ জন ছিলেন বলে জানা যায় ।

 

 

 

 

জঙ্গলে ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে কপ্টার । এরপরই তাতে আগুন লেগে যায় । দুর্ঘটনায় তদন্তের নির্দেশ সেনার ।

 

 

 

 

 

জানা গেছে, কপ্টারে ছিলেন সস্ত্রীক বিপিন রাওয়াত । ছিলেন নায়েক গুরুসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার,ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ,ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা ,হাবিলদার সৎপাল ।

 

 

 

 

 

ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, বায়ুসেনার এমআই-17 কপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে কুন্নুরে । জেনারেল বিপিন রাওয়াতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে । দুটি দেহ স্থানীয়রা স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছেন । কয়েকটি দেহ পড়ে রয়েছে। সেই দেহগুলিকে উদ্ধারের চেষ্টা চলছে ।

 

 

 

 

ছবি সৌজন্য : এএনআই নিউজ

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments