মালদা জেলা পুলিশের পক্ষ থেকে সম্বর্ধনা
মালদা জেলা পুলিশের উদ্যোগে ও মানিকচক থানার পুলিশের ব্যবস্থাপনায় রাজ্য সেরা স্কুল এবংর শিক্ষা রত্ন প্রাপ্ত প্রধান শিক্ষককে সম্বর্ধনা যাপন ।
মঙ্গলবার মালদা জেলা পুলিশের উদ্যোগে
মানিকচক থানার ওসি গৌতম চৌধুরী নেতৃত্বে মানিকচক থানার পুলিশ পক্ষ থেকে রাজ্য সেরা মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুলের রাষ্ট্রপতি পুরুস্কার প্রাপ্ত
প্রধান শিক্ষক জ্যোতিভূষণ পাঠক এবং রতুয়া ভাদো বিএসবি হাইস্কুলের শিক্ষারত্ন প্রাপ্ত প্রধান শিক্ষক আব্বাস আলী কে ফুল মিষ্টি বই দিয়ে সংবর্ধনা যাপন করে ।
শিক্ষককে সম্বর্ধণা ( মালদা )
Gepostet von ACN Life News am Dienstag, 8. September 2020
উল্লেখ্য গত ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাজ্যের সেরা স্কুল গুলির মধ্যে মালদা জেলার দুটি স্কুল সম্মানিত হয়, যার মধ্যে মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুল এবং শিক্ষারত্ন সম্মান পায় বিএসবি হাই স্কুলের প্রধান শিক্ষক আব্বাস আলী। মালদা জেলা পুলিশের পক্ষ থেকে মানিকচক থানার ওসি গৌতম চৌধুরী ও সেকেন্ড অফিসার ফিরোজ আলী ও অন্যান্য পুলিশ অফিসাররা এদিন সকালে মানিকচকের মথুরাপুরে আব্বাস আব্বাস বাবুর বাড়িতে গিয়ে তাকে সম্মানিত করেন । অন্যদিকে রাজ্য সেরা মানিকচক শিক্ষা নিকেতন হাই স্কুলের রাষ্ট্রপতি পুরুস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক জ্যোতিভূষণ পাঠকের বাড়িতে
গিয়ে জ্যোতিভূষণ বাবু
মানিকচক থানার পুলিশ সংবর্ধনা যাপন করেন।
পুলিশের পক্ষ থেকে সম্মান পেয়ে আনন্দিত হয় দুই স্কুলের প্রধান শিক্ষক ।